Thursday, August 21, 2025

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর বহু প্রতীক্ষিত প্রকল্পে বড় ধাক্কা, মারা গেল কর্নাটক থেকে আনা কিং কোবরা

Date:

মধ্যপ্রদেশের(Madhyapradesh) মুখ্যমন্ত্রী মোহন যাদবের(Mohan Yadav) ইচ্ছে ছিল রাজ্যে কিং কোবরা(King Cobra) ফিরিয়ে আনার। কিন্তু প্রথম ধাপে সেই স্বপ্ন অধরা থেকে গেল। এবার ভোপালের ভ্যান বিহার ন্যাশনাল পার্কে কর্নাটক থেকে আনা পাঁচ বছরের এক পুরুষ কিং কোবরার মৃত্যু হল । বুধবার সকালে কিং কোবরাটিকে(King Cobra) মৃত অবস্থায় এনক্লোসারে পড়ে থাকতে দেখা যায়। পার্ক কর্তৃপক্ষ এই বিষয়ে জানান সাপটির শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে দেহটিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

ভোপালের(Bhopal) মারাত্মক গরম থেকে বাঁচতে কিং কোবরার জন্য হিউমিডিফায়ার-সহ নানা তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র এনক্লোজারে লাগানো হয়েছিল। তাপমাত্রা জনিত কারণে মৃত্যু বলে তাই আপাতত মনে করা হচ্ছে না। চলতি বছরের জানুয়ারিতে বন ও পরিবেশ সংক্রান্ত এক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মধ্যপ্রদেশ থেকে কিং কোবরা হারিয়ে গিয়েছে। তাই তিনি চান রাজ্যে আবার কোবরা ফিরিয়ে আনতে।

এপ্রিল মাসে কর্নাটকের পিলিকুলা বায়োলজিক্যাল পার্ক থেকে দুটি কিং কোবরা আনা হয়েছিল। আর মধ্যপ্রদেশ থেকে কর্নাটকে পাঠানো হয়েছিল দু’টি বাঘ। ভ্যান বিহারে কিং কোবরার প্রজনন ও সংরক্ষণ শুরু করার পরিকল্পনা তখন থেকেই শুরু হয়। মে মাসে সাপগুলির মধ্যে একটি পুরুষ কোবরাকে ইন্দোর চিড়িয়াখানায় প্রজনন প্রকল্পে পাঠানো হয়। কিন্তু এখন ভোপালের ভ্যান বিহারে আর কোনও কিং কোবরা নেই। ইন্দোরে একটি মাত্র বেঁচে রয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর রাজ্যের বন্যপ্রাণ সংরক্ষণ উদ্যোগের উপরও বড় প্রশ্নচিহ্ন উঠছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version