সাহিত্য অকাদেমির ‘বাল সাহিত্য পুরস্কার’ পেলেন ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় 

Date:

Share post:

বাংলা শিশু-কিশোর সাহিত্যের অন্যতম জনপ্রিয় নাম ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবার পেলেন সাহিত্য অকাদেমির ‘বাল সাহিত্য পুরস্কার’। তাঁর গল্প সংকলন ‘এখনও গায়ে কাঁটা দেয়’-এর জন্য এই সম্মানে ভূষিত হলেন তিনি। এটি দেশের সর্বোচ্চ সারস্বত প্রতিষ্ঠান সাহিত্য অকাদেমির তরফে শিশু সাহিত্যে দেওয়া সর্বোচ্চ স্বীকৃতি। পুরস্কার ঘোষণার পর বুধবার ‘সংবাদ প্রতিদিন’-কে ত্রিদিববাবু বলেন, “যেকোনও পুরস্কারই আনন্দের। দেশের সর্বোচ্চ সারস্বত প্রতিষ্ঠানের শিশু সাহিত্য বিভাগে এই স্বীকৃতি নিঃসন্দেহে গর্বের ও শ্লাঘার বিষয়। এতদিনে শিশু-কিশোরদের নিয়ে লেখালিখি সার্থক হল।”

১৯৫৮ সালের ৩০ অক্টোবর জন্ম ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়ের। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করার পর লেখালেখির জগতে পা রাখেন। রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাসনির্ভর সাহিত্যে তাঁর অবাধ বিচরণ।

তাঁর উল্লেখযোগ্য কিশোর সাহিত্য সংকলনের মধ্যে রয়েছ — ‘চিলেকোঠায় কত কাণ্ড’, ‘আলোর মানুষ’, ‘জগুমামা রহস্য সমগ্র’, ‘কালো দানোর আতঙ্ক’, ‘ডাক এলে যেতেই হয়’, ‘শেষনাগের বিষ’, ‘শ্রীমান বিচ্ছু’, ‘সাবধান! দাগ কেটেছে’, ‘সাসপেন্স’, ‘তুমি পিতামহ’, ‘গোপন প্রেম’, ‘দ্বীপের নাম কালাডেরা’, ‘মৃত্যুকে আমি দেখেছি’, ‘ভৌতিক অলৌকিক’, ‘অসি বাজে ঝনঝন’ প্রভৃতি।

১৯৯৫ সাল থেকে জনপ্রিয় পত্রিকা ‘কিশোর ভারতী’-র প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। এর আগেও বহুবার পুরস্কৃত হয়েছেন এই প্রখ্যাত সাহিত্যিক।

• ২০০৭ সালে পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার
• ২০২৩ সালে পশ্চিমবঙ্গ সরকারের তরফে পেয়েছেন ‘বিদ্যাসাগর স্মৃতি পুরস্কার’
• এছাড়াও সম্মানিত হয়েছেন ‘অতুল্য ঘোষ স্মৃতি-পুরস্কার’, ‘রোটারি বঙ্গরত্ন’, ‘প্রথম আলো সম্মান’-সহ নানা বেসরকারি পুরস্কারে

শিশু-কিশোরদের মনোজগৎ এবং কল্পনার জগৎকে সাহিত্যের মাধ্যমে নানা রঙে সাজিয়েছেন ত্রিদিববাবু। এবার সাহিত্য অকাদেমির স্বীকৃতি তাঁর দীর্ঘ সাহিত্য জীবনের একটি নতুন পালক যোগ করল বলেই মনে করছেন সাহিত্য মহল।

আরও পড়ুন – বাংলায় কথা বলা কি অপরাধ? শ্রমিকদের পুশব্যক ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

থামল লুনার সওয়ারি: শেষ হল অ্যাডম্যান পীযুশ পাণ্ডের ফেভিকলের সফর

খবরের কাগজে বিজ্ঞাপন থেকে অডিও ভিস্যুয়াল বিজ্ঞাপনে যখন পাড়ি দিয়েছিল আমাদের দেশের বিজ্ঞাপনীমহল, তখন নিজে হাতে ধরে সেই...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

নার্সারির বাচ্চাদের মতো প্রশ্ন করছে CBI! কড়া ভাষায় দুষলেন অভয়ার বাবা

আর জি কর মেডিক‌্যাল কলেজ ও হাসপাতালের *R G Kar Medical College And Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের ঘটনায়...

পুলিশ বাহিনীর চোখ রাঙানি ছাড়াও দেশ শাসন সম্ভব: বিশ্বে রয়েছে একাধিক উদাহরণ

যে কোনও স্বাধীন, স্বায়ত্ত্বশাসনের অধিকারী দেশের দায়িত্ব নিজের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা করা। সেক্ষেত্রে আইন প্রণয়নের পরে...