Saturday, November 8, 2025

বলিউডের ‘কেশরী ২’–তে ইতিহাস বিকৃতি, উত্তাল প্রতিবাদে সরব বাংলা পক্ষ

Date:

স্বাধীনতা আন্দোলনের মহান বিপ্লবীদের পরিচয় ও গৌরবময় ইতিহাস বিকৃত করে তৈরি বলিউডি সিনেমা ‘কেশরী: চ্যাপ্টার ২’ ঘিরে উত্তাল বাঙালি সমাজ। বিপ্লবী ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকী, বারীন্দ্রকুমার ঘোষ ও হেমচন্দ্র কানুনগো-র ভূমিকা বিকৃত করে এই সিনেমায় যেভাবে মনগড়া তথ্য ও চরিত্রের নাম পরিবর্তন করে উপস্থাপন করা হয়েছে, তা ঘিরে ক্ষোভে ফুঁসছে গোটা বাংলা।সিনেমায় বীর শহিদ ক্ষুদিরাম বসু-কে ‘ক্ষুদিরাম সিং’, বারীন্দ্র ঘোষ-কে ‘বারীন্দ্র সিং’, আর হেমচন্দ্র কানুনগো-কে ‘কৃপাণ সিং’ নামে দেখানো হয়েছে। ইতিহাসবিধ্বংসী এই কাজের বিরুদ্ধে বাংলা পক্ষ সহ বিভিন্ন সংগঠন, ইতিহাস সচেতন নাগরিক ও বিশিষ্টজনেরা সরব হয়েছেন। কলকাতার রানুচায়া মঞ্চে বাংলা পক্ষর প্রতিবাদ সভা ছিল সেই প্রতিবাদেরই এক জ্বলন্ত নিদর্শন।

প্রতিবাদসভায় বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেন, “এই সিনেমা শুধু বাঙালির বিপ্লবী ইতিহাসই নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের চেতনাকেই অপমান করেছে। বলিউড বারবার পরিকল্পিতভাবে বাঙালির গৌরবময় ইতিহাস মুছে দিতে চায়। বিজেপি ও বলিউডের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।”

শীর্ষ পরিষদ সদস্য অরিন্দম চট্টোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, “অক্ষয় কুমার ও নির্মাতাদের ক্ষমা চাইতেই হবে। সেই বিকৃত দৃশ্য সিনেমা থেকে বাদ দিতে হবে। বাংলা পক্ষ জানে বাঙালিকে অপমান করলে কিভাবে প্রতিরোধ করতে হয়।”

সৌম্যকান্তি ঘোড়ই বলেন, “ক্ষুদিরাম মানে বাংলার আত্মবলিদান। প্রফুল্ল চাকী মানে আত্মত্যাগের প্রতীক। তাঁদের অপমান বাংলার অপমান।” এদিনের সভায় আরও উপস্থিত ছিলেন কলকাতা জেলা সম্পাদক সৌম্য বেরা, দক্ষিণ ২৪ পরগনার সম্পাদক কুশনাভ মণ্ডল, শিল্পী পক্ষর অধিকর্তা প্রবল চক্রবর্তী প্রমুখ। উল্লেখ্য, এই প্রথম নয়—এর আগেও Zee5-এর ‘অভয় ২’ সিরিজে ক্ষুদিরাম বসুকে ‘ক্রিমিনাল’ হিসেবে দেখানো হয়েছিল। তখনও বাংলা পক্ষ আইনি নোটিশ দিয়ে এবং সল্টলেকে Zee5-এর দফতরে বিক্ষোভ দেখিয়ে সেই দৃশ্য সরাতে বাধ্য করেছিল কর্তৃপক্ষকে।

‘কেশরী: চ্যাপ্টার ২’-র নির্মাতাদের বিরুদ্ধে ইতিমধ্যেই বিধাননগর থানায় এফআইআর দায়ের হয়েছে। ইতিহাস বিকৃতি যে সহজে মেনে নেবে না বাংলা, তা আর একবার স্পষ্ট করে দিল এই প্রতিবাদ “ক্ষুদিরাম শুধু ইতিহাস নন, তিনি বাংলা জাতির আত্মা। আর আত্মার অপমান কিছুতেই সহ্য করা হবে না,”— বলছে গোটা বাংলা।

আরও পড়ুন – আহমেদাবাদ বিমান দুর্ঘটনা: ব্ল্যাকবক্স পাঠানো হচ্ছে আমেরিকায়, তদন্তে আন্তর্জাতিক সহযোগিতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version