এশিয়া কাপ স্টেজ-২ তে নয়া নজিরের মালিক বাংলার জুয়েল সরকার (Juyel Sarkar)। তিরন্দাজী রকার্ভ ইভেন্টে রুপো জিতলেন বাংলার এই তরুণ তিরন্দাজি। তাতেই আপ্লুত বঙ্গবাসী। এমন সাফল্যের পরই টুইট করে জুয়েল সরকারকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বাংলার তীরন্দাজী অ্যাকাডেমিরই ছাত্র এই জুয়েল সরকার (Juyel Sarkar)। তাঁর সাফল্যে আপ্লুত বাংলার মুখ্যমন্ত্রী।

সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, “এটা সত্যিই একটা গর্বের বিষয়। আমাদের বাংলার ঝাড়গ্রামে তীরন্দাজী অ্যাকাডেমির জুয়েল সরকার এশিয়া কাপ স্টেজ-২ তে পুরুষদের দলগত তীরন্দাজীতে রুপো জিতেছে। জুয়েলকে অনেক শুভেচ্ছা। সেইসঙ্গে তাঁর পরিবরের সকলকেও অনেক শুভেচ্ছা। গত ফেব্রুয়ারিতে উত্তরাখন্ডে যে ন্যাশনাল হয়েছিল সেখানেও বাংলার হয়ে মালদের এই তীরন্দাজ সোনা জিতেছিল”।

Proud to share that Juyel Sarkar, an archer from our government ‘s Bengal Archery Academy, Jhargram, has won today the Silver Medal in the Recurve Men’s Team event at the Archery Asia Cup Stage 2, 2025, held at Singapore. Congratulations to Juyel, congratulations to his family…
— Mamata Banerjee (@MamataOfficial) June 20, 2025
ন্যাশনালসে সোনা জিতেই সকলের নজর কেড়েছিল জুয়েল সরকার। সেই ধারা এবার এশিয়া কাপ স্টেজ-২ তেও ধরে রাখলেন জুয়েল।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–