সাম্প্রদায়িক ঘৃণা ছড়াতে বিজেপির ‘বেঙ্গল ফাইলস’! গর্জে উঠলো দেশ বাঁচাও গণমঞ্চ

Date:

Share post:

যে সম্প্রদায়িক সম্প্রীতির ধারা যুগের পর যুগ ধরে বাংলা বজায় রেখে চলেছে সেখানেই নতুন ভাবে ঘুন ধরাতে চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। যেন তেন প্রকারে বাংলার সাম্প্রদায়িক ঐক্যে ফাটল ধরানোই তাদের উদ্দেশ্য। ফের একবার তা প্রমাণিত পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ‘বেঙ্গল ফাইলস’ (Bengal Files) চলচ্চিত্রে। এই অভিযোগ তুলে ফের একবার বিজেপির সাম্প্রদায়িকতার নীতির বিরুদ্ধে সরব দেশ বাঁচাও গণমঞ্চ।

গণমঞ্চের তরফে একটি সাংবাদিক বৈঠকে দাবি করা হয়, যে কোনও নির্বাচনের আগে সাম্প্রদায়িক হিংসার রাজনীতি করা বিজেপির একটা পুরনো রাজনৈতিক ছক। এর আগে বিভিন্ন রাজ্যে তারা এই কৌশল খাটিয়েছে। এই রাজ্যেও এবার ভোটের (Assembly Election) আগে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে বিজেপি নেতারা কোমর বেঁধে নেমেছেন। প্রতিদিন বিজেপি নেতারা যে ধরনের উসকানিমূলক বক্তব্য রাখছেন সেগুলিই এর প্রমাণ।

বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) এর আগেও ‘কাশ্মীর ফাইলস’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। সেই চলচ্চিত্রটি যারাই দেখেছেন তারাই বুঝবেন সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো ছড়ানো সেই চলচ্চিত্রটির অন্য কোনও উদ্দেশ্য ছিল না। ঠিক সেই কারণেই সংঘ এবং বিজেপি মহলে ওই চলচ্চিত্রটি বহুল প্রশংসিত হয়েছিল। একই কারণে বিভিন্ন রাজ্যের বিজেপি সরকার চলচ্চিত্রটিকে করমুক্ত করেছিল। চলচ্চিত্রটি বিজেপি সংঘের মেরুকরণে অক্সিজেন জুগিয়েছিল। এবার এই ‘বেঙ্গল ফাইলস’-এর (Bengal Files) টিজার দেখে বোঝা যাচ্ছে, ২০২৬-এর বিধানসভা ভোটের (Assembly Election) আগে ধর্মীয় মেরুকরণের পাশাপাশি বাংলাকে কালিমালিপ্ত করার খেলাও বিজেপি শুরু করেছে।

সেই সঙ্গে সাম্প্রতিক উদাহরণ তুলে ধরে দাবি করা হয় বিজেপির এই বাঙালি বিদ্বেষ অবশ্য নতুন নয়। এর আগেই আমরা দেখেছি ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাঙালি শ্রমিকদের (migrant labour) ‘বাংলাদেশী’ তকমা দিয়ে মারধর করা হয়েছে। এই অত্যাচার সম্প্রতি আরও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বেশ কয়েকজন বাঙালি শ্রমিককে বাংলায় কথা বলার অপরাধে বৈধ পরিচয় পত্র থাকা সত্ত্বেও বাংলাদেশী তকমা দিয়ে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে অবশ্য তারা বৈধ পরিচয়পত্রের জোরেই ফিরে আসতে পেরেছেন।

বিজেপির এই ধর্মীয় উসকানির ষড়যন্ত্র যাতে সফল না হয়, তার বিরুদ্ধে বাংলার মানুষকে গর্জে ওঠার আহ্বান জানায় দেশ বাঁচাও গণমঞ্চ (Desh Banchao Ganomancho)। চলচ্চিত্রের মধ্যে দিয়ে যে রাজনীতি নোংরাভাবে পরিবেশন করছে বিজেপি, তাকে সমূলে উপড়ে ফেলার আহ্বান জানান তাঁরা।

spot_img

Related articles

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সহজ জয়, কোন অঙ্কে বিশ্বকাপের সেমিতে ভারত?

ভাইফোঁটার দিনেই মহিলাদের একদিনের বিশ্বকাপে(ICC Women World cup) সেমিফাইনালে স্থান নিশ্চিত করল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৫৩...

চাপ দিয়ে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়: বিস্ফোরক নারদ মামলার প্রথম তদন্তকারী CBI আধিকারিক

বিস্ফোরক স্বীকারোক্তি নারদ (Narada Case) মামলার প্রথম তদন্তকারী সিবিআই আধিকারিক রঞ্জিত কুমারের (Ranjit Kumar)। একটি অডিও সাক্ষাৎকারে তিনি...

সিরিজ হারের দিনেই বিরাট প্রশ্ন কোহলির ভবিষ্যৎ নিয়েও

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয়একদিনের ম্যাচে হারতে হয়েছে ভারতীয় দলকে(India Team)। সেই সঙ্গে সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে...

ছটপুজোয় বন্ধ থাকবে রবীন্দ্র – সুভাষ সরোবর, বিকল্প ঘাটে আয়োজনের প্রস্তুতি 

ছটপুজো উপলক্ষে এ বছরও সাধারণের জন্য বন্ধ রাখা হবে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবর। জলদূষণ রোধ ও পরিবেশ...