শুক্রবার মধ্যরাতে হেদুয়ায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University of Calcutta) গার্লস হস্টেলে লোহার বিম ভেঙে বড়সড় বিপত্তি। জানা গেছে দুর্ঘটনার সময় বিডন রো-র হস্টেলের ওই ঘরে সেই সময় ঘুমোচ্ছিলেন ৩ ছাত্রী। যদিও কারোর হতাহতের খবর মেলেনি। হস্টেলের ৭৫ জন ছাত্রীকে ইতিমধ্যেই স্থানান্তরিত করা শুরু হয়েছে। গার্লস হোস্টেল থেকে মাঝরাতে চিৎকার শুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
হোস্টেলে থাকা ছাত্রীদের অভিযোগ যথাযথ সংস্কারের অভাবে এই দুর্ঘটনা। হঠাৎ করেই ছাদের চাঙর ভেঙে পড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তরফে খবর, আপাতত ছাত্রীদের থাকার জন্য অন্যান্য হোস্টেল ও গেস্ট হাউসের ব্যবস্থা করা হচ্ছে। পূর্ত দফতরে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নতুন করে নির্মাণ বা সংস্কারের কাজ শুরু হবে বলে আশ্বাস মিলেছে।
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–