আসন্ন রথযাত্রাকে ঘিরে দিঘার জগন্নাথধামে উপচে পড়ছে মানুষের ভিড়। কলকাতা থেকে উত্তরবঙ্গ— রাজ্যের নানা প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ছুটে আসছেন সদ্য নির্মিত জগন্নাথ মন্দিরে। সৈকত শহর দিঘার ধর্মীয় পর্যটন এখন যেন নতুন জোয়ারে ভাসছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পরিকল্পনায় গড়ে ওঠা এই ‘জগন্নাথধাম’ ইতিমধ্যেই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। গত এপ্রিলে মন্দির উদ্বোধনের পর থেকেই ধীরে ধীরে জমে উঠছিল ভিড়, আর রথযাত্রাকে সামনে রেখে তা এখন রীতিমতো জনস্রোতে রূপ নিয়েছে।

পর্যটকদের যাতায়াত সহজ করতে এনবিএসটিসি-র তরফে বাস টিকিটে ২৫ শতাংশ ছাড় দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, গত কয়েক দিনে বিক্রি হয়েছে প্রায় ২০ লক্ষ টাকার টিকিট, যার মধ্যে ৩ লক্ষ টাকারও বেশি লাভ হয়েছে সংস্থার। রথযাত্রা পর্যন্ত কলকাতা থেকে দিঘা যাতায়াতের সবকটি টিকিটই ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।পর্যটন দফতরের এক কর্তার কথায়, “ধর্মীয় পর্যটন কীভাবে একটি অঞ্চলকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করতে পারে, দিঘার জগন্নাথধাম তার প্রকৃষ্ট উদাহরণ।”

মন্দিরকে কেন্দ্র করে সৈকত শহরে হোটেল, রেস্তরাঁ, স্থানীয় বাজার— সর্বত্রই ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। পর্যটকদের সুবিধার্থে আসন্ন দুর্গাপুজোতেও থাকছে বিশেষ প্যাকেজ ও অফার। মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গির প্রশংসা করছেন পর্যবেক্ষকেরা। তাঁদের মতে, “দিঘার সৌন্দর্য ও ধর্মীয় আবেগ— এই যুগলবন্দিতে রাজ্যের পর্যটন সম্ভাবনা এক নতুন দিশা পেয়েছে।” রথযাত্রা আসতে এখন আর ক’টা দিন— তার আগেই দিঘা যেন পরিণত হয়েছে জগন্নাথের আশীর্বাদপুষ্ট এক ধর্মীয় উৎসবস্থলে।

আরও পড়ুন – ভুয়ো জন্ম-মৃত্যুর শংসাপত্র জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ রাজ্যের
_

_

_

_

_

_

_

_
_
_