Thursday, November 13, 2025

যৌনকর্মীদের অপমান! ক্ষমা চান নির্লজ্জ সুকান্ত: দাবিতে সরব তৃণমূল

Date:

একাধারে রাজ্য বিজেপির সভাপতি ও কেন্দ্রের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী! সর্বপরি একজন জনপ্রতিনিধি হয়ে সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) মুখের এই ভাষা? রাজ্যের আইনকে কুৎসিত আক্রমণ করতে গিয়ে নির্লজ্জ সুকান্ত অপমান করলেন যৌনকর্মীদের! কোন মুখে? এটা শুধু নারীবিদ্বেষ নয়, এটা রাজনীতির নামে নোংরামি! শুক্রবার বজবজে গিয়ে মানুষের প্রবল বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারিয়ে হাফমন্ত্রী সুকান্ত রাজ্যের পুলিশকে অপমান করতে গিয়ে শুধু যৌনকর্মীদের (Sex Worker) কাজকে বিদ্রুপই করলেন না, সেই সঙ্গে বিজেপির ঘৃণ্য ও নিম্নরুচির বিকৃত মানসিকতাকেও তুলে ধরলেন। বিজেপি যে আসলে এখনও মধ্যযুগীয় নারীবিদ্বেষী মনোভাব পোষণ করে, তা সুকান্তর কথাবার্তায় ফের প্রমাণিত। তৃণমূল কংগ্রেস সুকান্তর এই কুরুচিকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তৃণমূলের সাফ দাবি, অবিলম্বে যৌনকর্মীদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে সুকান্তকে।
আরও পড়ুন: রথযাত্রা নিয়ে সেজে উঠছে দিঘা: পরিদর্শনে ডিজি রাজীব কুমার

বিজেপির ট্রেনি সভাপতির এই মন্তব্যের প্রতিবাদে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja) জানিয়েছেন, বিজেপির শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজ্যের সভাপতি বাংলার আইনকে নিয়ে যে উক্তি করেছেন, তা অত্যন্ত জঘন্য অসম্মানজনক ও অপমানজনক। বাংলার আইনকে তিনি সোনাগাছির যৌনকর্মীদের সঙ্গে তুলনা করেছেন। আপনাকে কে অধিকার দিয়েছে যৌনকর্মীদের সম্পর্কে এইধরনের মন্তব্য করার? যাদের আপনি অপমান করেছেন, তাঁদের কাছেই আপনাকে ক্ষমা চাইতে হবে। তৃণমূলের আর এক মুখপাত্র অরূপ চক্রবর্তীর বক্তব্য, কেন্দ্রের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)! কোন শিক্ষায় দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত করছেন আপনি? বাংলার আইনব্যবস্থাকে অসম্মানিত করার পাশাপাশি আপনি নারীদের উদ্দেশে যে অসম্মানসূচক বাক্যবন্ধ ব্যবহার করলেন, অবিলম্বে আপনার ক্ষমা চাওয়া উচিত!

আবার তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) জানাচ্ছেন, সোনাগাছির যৌনকর্মী মানে বোঝেন? কতটা যন্ত্রণা থাকে, কতটা কষ্ট থাকে, কতটা অশ্রু থাকে, কতটা লড়াই থাকে, বোঝেন সুকান্ত মজুমদার? আপনি কোন যুগে বাস করছেন, মধ্যযুগে? এটাই বিজেপির দৃষ্টিভঙ্গি। এর আগেও একজন বলেছিলেন, বীরবাহা হাঁসদা জুতার তলায় থাকে! এখন আবার যৌনকর্মীদের অপমান। তাঁদের জীবনযাপন, সংগ্রাম, বঞ্চনা, বৈষম্য থেকে শ্রমিকের অধিকার নিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। যন্ত্রণাময় এই জীবনকে আপনি কোন মুখে কোন অধিকারে অপমান করলেন সুকান্ত মজুমদার?

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version