Wednesday, November 12, 2025

শুভেন্দু-শঙ্করের নাম না করে বিজেপির ‘দলবদলু’ নেতাদের ধুয়ে দিলেন দিলীপ

Date:

নিজের দলের দলবদলু নেতাদের নাম না করে ধুয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার আন্তর্জাতিক যোগদিবস উপলক্ষ্যে রানি রানমণি রোডের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ। সেখানেই সাংবাদিকদের প্রশ্ন উত্তরে ক্ষোভ উগরে দেন বিজেপি (BJP) নেতা। তাঁর কথায়, ”যারা সিপিএম-তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তাঁদের মধ্যে অনেকে দুর্নীতি-হিংসার সঙ্গে যুক্ত। বিজেপির উদার রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না।”

এর আগে বিজেপি বিরুদ্ধে ওয়াশিং মেশিনের অভিযোগ তোলে বাংলার শাসকদল। তাদের কথায়, তৃণমূল থেকে যাঁদের বের করে দেওয়া হয় বা যাঁরা দুর্নীতি করতে না পেরে চলে যান, তাঁরাই বিজেপিতে গিয়ে সাদা হয়ে যান! সেই সুরই কার্যত শোনা গেল বিজেপি নেতার মুখে। দিলীপের কথায়, ”যারা সিপিএম-তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তাঁদের মধ্যে অনেকে দুর্নীতি-হিংসার সঙ্গে যুক্ত। বিজেপির উদার রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তো গাইড লাইন বেঁধে দিয়েছে। তা মেনে না চললে অন্য দলের সঙ্গে পার্থক্য হবে কীভাবে?”
আরও খবরযৌনকর্মীদের অপমান! ক্ষমা চান নির্লজ্জ সুকান্ত: দাবিতে সরব তৃণমূল

তবে, দিলীপের (Dilip Ghosh) কথার সঙ্গে আবার একমত নন বিজেপিতে শুভেন্দু (Suvendu Adhikari) লবি বলে পরিচিত বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনি বলেন, “দিলীপ ঘোষ দীর্ঘদিনের রাজনীতিবিদ। কেন্দ্র-রাজ্যে রাজনীতি করেছেন। তবে যাঁরা অন্য দল ছেড়ে বিজেপিতে এসেছেন তাঁরা তো কেন্দ্রীয় নেতৃত্বের ছাড়পত্র পেয়েই দলে যোগ দিয়েছেন। তাহলে এ কথা কীভাবে বলা যায়?”

তবে, দিলীপের বক্তব্য সমর্থন করেছেন তৃণমূল (TMC) মুখপাত্র অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)। তিনি বলেন, “দিলীপ ঘোষ একদম ঠিক কথা বলেছেন। শুভেন্দু অধিকারী দল বদল করে বিজেপিতে গিয়েছেন। কাগজ মুড়িয়ে টাকা নিতে তো দিলীপ ঘোষকে দেখা যায়নি, দেখা গিয়েছে শুভেন্দুকে।” কটাক্ষ করে অরূপ বলেন, “বিজেপি তো নিজেদের মধ্যেই আকচাআকচি করে যাচ্ছে। আর ছাব্বিশের বিধানসভায় তৃণমূল পুরোপুরি ওয়াকওভার পেয়ে গিয়েছে।”

Related articles

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...

তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ফুটেজ!

আজারবাইজান থেকে তুরস্ক ফেরার পথে জর্জিয়ার ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান C-130 (Turkish military cargo plane crashes)। হতাহতের...

গুজবের মুখে ছাই, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাতসকালেই বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র 

২৪ ঘণ্টা আগে এতক্ষণে ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর খবর। কিন্তু বলিউডের 'হি ম্যান' রোগ, শারীরিক অসুস্থতার ভিলেনকে পরাজিত...
Exit mobile version