Wednesday, November 12, 2025

শুভেন্দু-শঙ্করের নাম না করে বিজেপির ‘দলবদলু’ নেতাদের ধুয়ে দিলেন দিলীপ

Date:

নিজের দলের দলবদলু নেতাদের নাম না করে ধুয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার আন্তর্জাতিক যোগদিবস উপলক্ষ্যে রানি রানমণি রোডের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ। সেখানেই সাংবাদিকদের প্রশ্ন উত্তরে ক্ষোভ উগরে দেন বিজেপি (BJP) নেতা। তাঁর কথায়, ”যারা সিপিএম-তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তাঁদের মধ্যে অনেকে দুর্নীতি-হিংসার সঙ্গে যুক্ত। বিজেপির উদার রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না।”

এর আগে বিজেপি বিরুদ্ধে ওয়াশিং মেশিনের অভিযোগ তোলে বাংলার শাসকদল। তাদের কথায়, তৃণমূল থেকে যাঁদের বের করে দেওয়া হয় বা যাঁরা দুর্নীতি করতে না পেরে চলে যান, তাঁরাই বিজেপিতে গিয়ে সাদা হয়ে যান! সেই সুরই কার্যত শোনা গেল বিজেপি নেতার মুখে। দিলীপের কথায়, ”যারা সিপিএম-তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তাঁদের মধ্যে অনেকে দুর্নীতি-হিংসার সঙ্গে যুক্ত। বিজেপির উদার রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তো গাইড লাইন বেঁধে দিয়েছে। তা মেনে না চললে অন্য দলের সঙ্গে পার্থক্য হবে কীভাবে?”
আরও খবরযৌনকর্মীদের অপমান! ক্ষমা চান নির্লজ্জ সুকান্ত: দাবিতে সরব তৃণমূল

তবে, দিলীপের (Dilip Ghosh) কথার সঙ্গে আবার একমত নন বিজেপিতে শুভেন্দু (Suvendu Adhikari) লবি বলে পরিচিত বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনি বলেন, “দিলীপ ঘোষ দীর্ঘদিনের রাজনীতিবিদ। কেন্দ্র-রাজ্যে রাজনীতি করেছেন। তবে যাঁরা অন্য দল ছেড়ে বিজেপিতে এসেছেন তাঁরা তো কেন্দ্রীয় নেতৃত্বের ছাড়পত্র পেয়েই দলে যোগ দিয়েছেন। তাহলে এ কথা কীভাবে বলা যায়?”

তবে, দিলীপের বক্তব্য সমর্থন করেছেন তৃণমূল (TMC) মুখপাত্র অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)। তিনি বলেন, “দিলীপ ঘোষ একদম ঠিক কথা বলেছেন। শুভেন্দু অধিকারী দল বদল করে বিজেপিতে গিয়েছেন। কাগজ মুড়িয়ে টাকা নিতে তো দিলীপ ঘোষকে দেখা যায়নি, দেখা গিয়েছে শুভেন্দুকে।” কটাক্ষ করে অরূপ বলেন, “বিজেপি তো নিজেদের মধ্যেই আকচাআকচি করে যাচ্ছে। আর ছাব্বিশের বিধানসভায় তৃণমূল পুরোপুরি ওয়াকওভার পেয়ে গিয়েছে।”

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version