Wednesday, August 20, 2025

শুভেন্দু-শঙ্করের নাম না করে বিজেপির ‘দলবদলু’ নেতাদের ধুয়ে দিলেন দিলীপ

Date:

নিজের দলের দলবদলু নেতাদের নাম না করে ধুয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার আন্তর্জাতিক যোগদিবস উপলক্ষ্যে রানি রানমণি রোডের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দিলীপ। সেখানেই সাংবাদিকদের প্রশ্ন উত্তরে ক্ষোভ উগরে দেন বিজেপি (BJP) নেতা। তাঁর কথায়, ”যারা সিপিএম-তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তাঁদের মধ্যে অনেকে দুর্নীতি-হিংসার সঙ্গে যুক্ত। বিজেপির উদার রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না।”

এর আগে বিজেপি বিরুদ্ধে ওয়াশিং মেশিনের অভিযোগ তোলে বাংলার শাসকদল। তাদের কথায়, তৃণমূল থেকে যাঁদের বের করে দেওয়া হয় বা যাঁরা দুর্নীতি করতে না পেরে চলে যান, তাঁরাই বিজেপিতে গিয়ে সাদা হয়ে যান! সেই সুরই কার্যত শোনা গেল বিজেপি নেতার মুখে। দিলীপের কথায়, ”যারা সিপিএম-তৃণমূল থেকে বিজেপিতে এসেছে তাঁদের মধ্যে অনেকে দুর্নীতি-হিংসার সঙ্গে যুক্ত। বিজেপির উদার রাজনীতির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তো গাইড লাইন বেঁধে দিয়েছে। তা মেনে না চললে অন্য দলের সঙ্গে পার্থক্য হবে কীভাবে?”
আরও খবরযৌনকর্মীদের অপমান! ক্ষমা চান নির্লজ্জ সুকান্ত: দাবিতে সরব তৃণমূল

তবে, দিলীপের (Dilip Ghosh) কথার সঙ্গে আবার একমত নন বিজেপিতে শুভেন্দু (Suvendu Adhikari) লবি বলে পরিচিত বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। তিনি বলেন, “দিলীপ ঘোষ দীর্ঘদিনের রাজনীতিবিদ। কেন্দ্র-রাজ্যে রাজনীতি করেছেন। তবে যাঁরা অন্য দল ছেড়ে বিজেপিতে এসেছেন তাঁরা তো কেন্দ্রীয় নেতৃত্বের ছাড়পত্র পেয়েই দলে যোগ দিয়েছেন। তাহলে এ কথা কীভাবে বলা যায়?”

তবে, দিলীপের বক্তব্য সমর্থন করেছেন তৃণমূল (TMC) মুখপাত্র অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)। তিনি বলেন, “দিলীপ ঘোষ একদম ঠিক কথা বলেছেন। শুভেন্দু অধিকারী দল বদল করে বিজেপিতে গিয়েছেন। কাগজ মুড়িয়ে টাকা নিতে তো দিলীপ ঘোষকে দেখা যায়নি, দেখা গিয়েছে শুভেন্দুকে।” কটাক্ষ করে অরূপ বলেন, “বিজেপি তো নিজেদের মধ্যেই আকচাআকচি করে যাচ্ছে। আর ছাব্বিশের বিধানসভায় তৃণমূল পুরোপুরি ওয়াকওভার পেয়ে গিয়েছে।”

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version