Thursday, August 21, 2025

ভোটমুখী বিহারে পেনশন বাড়ানোর ঘোষণা নীতীশের! ‘অজ্ঞান’ কটাক্ষ তেজস্বীর

Date:

নির্বাচন যত এগিয়ে আসছে বিহারে রাজনৈতিক প্রলোভনের অঙ্কটা আরও স্পষ্ট হচ্ছে। একদিকে কেন্দ্র, অন্যদিকে রাজ্যের সরকার নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের আগে অর্থের টোপের মতো টোপ দিয়ে চলেছে বিহারের (Bihar) মানুষকে। এবার অবসরকালীন ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। উন্নয়নের বার্তা ছাড়া শুধুমাত্র আর্থিক প্রলোভনের ঘোষণায় নীতীশকে অজ্ঞান কটাক্ষ আরজেডি নেতা তেজস্বী যাদবের। সেই সঙ্গে সবটাই যে বিজেপির অঙ্গুলি হেলনে হচ্ছে, তাও স্পষ্ট দাবি করেন তেজস্বী (Tejashwi Yadav)।

বিহারের বার্ধক্য়ভাতা থেকে বিশেষভাবে সক্ষম ও বিধবা ভাতা আচমকাই বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। যেখানে লোকসভা নির্বাচনের আগে দেশের একাধিক রাজ্য এই ধরনের ভাতার অঙ্ক হাজার টাকা পার করে ফেলেছে, সেই সঙ্গে বাংলার অনুকরণে মহিলাদের জন্য ভাতার ব্যবস্থাও করে ফেলেছে। সেখানে এতদিন পর্যন্ত এই সব ভাতা নীতীশের বিহারে (Bihar) ৪০০ টাকাই ছিল। নির্বাচনের আগে এই শ্রেণিকে টোপ দিতে মাসিক ভাতা ১১০০ টাকা করে দেওয়ার ঘোষণা করলেন নীতীশ কুমার (Nitish Kumar)।

সেই ঘোষণাকেই কটাক্ষ বিরোধী নেতা তেজস্বী যাদবের। লোকসভা নির্বাচনের আগে বা বিজেপি শাসিত রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের আগে সবক্ষেত্রেই সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে ভাতার রাজনীতি। যে সব ভাতা বিভিন্ন রাজ্যে লাগু ছিল, সেখানে ভাতার টাকার অঙ্ক বাড়ানো থেকে রাজ্যগুলিতে না থাকা প্রকল্প চালু করার নিদর্শনও দেখা গিয়েছে। একই অঙ্কে বিহার জয়ের চেষ্টা বিজেপি জোটের। সেখানেই নির্বাচন ঘোষণার আগে ভাতার অঙ্ক বাড়ানোর রাজনীতি নীতীশ কুমারের।

পাল্টা তেজস্বী যাদব দাবি করেন, নীতীশ কুমারের এই অজ্ঞান অবস্থা বিজেপির জন্য আশীর্বাদ। এরপর জেডিইউ-এর (JDU) টিকিটও বিলি করলবেন অমিত শাহ (Amit Shah), এটা নিশ্চিত।

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version