Sunday, November 9, 2025

ইরান -ইজরায়েল (Iran vs Israel) উত্তেজনা পরিস্থিতিতে প্রায় দুদশক পর সরাসরি ‘যুদ্ধে’ নামলো আমেরিকা (USA)। ইরানের তিন পারমাণবিক কেন্দ্র (ইসফাহান, নাতাঞ্জ এবং ফোর্দো) গুঁড়িয়ে দেওয়ার পর মার্কিন সেনাকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। পাল্টা আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এই হামলাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ইরানের পারমাণবিক শক্তি দফতর।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়েছে, ‘‘এখন থেকে প্রতিটি আমেরিকান নাগরিকই টার্গেট।’’ পাশাপাশি আমেরিকার করা হামলার পর প্রথম প্রতিক্রিয়া ইরানের তরফ বলা হয়েছে, যে পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা হয়েছে সেখানে তেজস্ক্রিয় বিকিরণের খবর নেই, ফলে জনগণ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। রবিবার ভোরে ইরানে আমেরিকা হামলা করার পর ইজরায়েলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে বলে খবর মিলেছে।

ইরানে মার্কিন সেনার হামলায় খুশি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই ঘটনাকে ট্রাম্পের গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সিদ্ধান্ত বলে ধাক্কা দিয়েছেন তিনি। পাশাপাশি প্রত্যাঘাতের আশঙ্কায় ইজরায়েল জানিয়েছে, আপাতত বাইরে থেকে কোনও বিমানের তাদের দেশে প্রবেশ এবং ইজরায়েল থেকে কোনও বিমানের বাইরে যাওয়া বন্ধ। কত দিনের জন্য তা বন্ধ থাকবে, সেটা অবশ্য জানানো হয়নি। অন্যদিকে ট্রাম্পের হুশিয়ারি, ‘‘ইরানকে শান্তিস্থাপন করতে হবে, নয়তো বিপর্যয় ঘটবে। গত আট দিনে আমরা যে বিপর্যয় দেখেছি, তার চেয়ে আরও অনেক বড় কিছু হবে। মনে রাখবেন, আরও অনেক ‘টার্গেট’ বাকি রয়েছে।” সব মিলিয়ে পরিস্থিতিতে যে যথেষ্ট উত্তেজনার দিকে এগোচ্ছে তা বলাইবাহুল্য। শেষ খবর অনুযায়ী ইরানের তরফে ইজরায়েলের উপর পাল্টা আক্রমণ শুরু। ইতিমধ্যেই চল্লিশটি মিসাইল হামলা করা হয়েছে। তেল আভিভসহ বিস্তীর্ণ জায়গা জুড়ে জারি করা হয়েছে হাই অ্যালার্ট।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version