Wednesday, August 20, 2025

তৃণমূল নেতাকে নিয়ে শুভেন্দুর অপপ্রচারের চেষ্টা! ধুইয়ে দিল শাসকদল

Date:

বাংলার শাসকদল তৃণমূলের বিরুদ্ধে কুৎসা আর অপপ্রচারই বিজেপি তথা বিরোধী দলনেতার একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের রদবদল নিয়ে ফের তাঁর মিথ্যাচার ফাঁস হয়ে গেল। শুভেন্দুর (Suvendu Adhikary) প্রলাপের পাল্টা জবাব দিল তৃণমূল।

শনিবার জলপাইগুড়ি জেলার তৃণমূল যুব সভাপতির (TMYC pesident) নয়া দায়িত্ব দেওয়া হয়েছে রামমোহন রায়কে। ময়নাগুড়ি থানার (Moynaguri police station) প্রাক্তন ভিলেজ পুলিশকে নিয়ে মিথ্যাচারে নেমে দশ গোল খেতে হল বিরোধী দলনেতাকে। যুব সভাপতিকে নিয়ে কুরুচিকর সোশ্যাল মিডিয়ার পোস্টের পাল্টা ধুইয়ে দিল তৃণমূল নেতৃত্ব। ভিলেজ পুলিশের (village police) পদ এবং দলীয় পদ নিয়ে যে বিতর্ক শুভেন্দু (Suvendu Adhikary) তৈরি করার চেষ্টা করেছিলেন তাতে তিনি নিজেই প্রশ্নের মুখে পড়লেন।

রামমোহন রায় ভিলেজ পুলিশ (village police) পদে আগেই ইস্তফা দিয়েছেন। তারপর দলীয় পদে তাঁর নাম ঘোষণা হয়েছে। পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, রামমোহন রায় ভিলেজ পুলিশ পদ থেকে রিজাইন করেছেন। তাঁর পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। এলাকায় কান পাতলে শোনা যায়, ভিলেজ পুলিশ থাকাকালীন ময়নাগুড়ির বিভিন্ন অঞ্চলে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাই এলাকায় একজন সমাজসেবী হিসাবেও পরিচিত।

নব নির্বাচিত যুব সভাপতি রামমোহন রায় ছাত্রজীবনে তৃণমূল ছাত্র পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য ছিলেন। সেই সময় তিনি কলেজে পড়তেন। অত্যন্ত জনপ্রিয় ছাত্র নেতা ছিলেন তিনি। নতুন করে জলপাইগুড়ি জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ায় খুশি ময়নাগুড়ি ব্লকের বাসিন্দারা। খবর ছড়াতেই শনিবার সন্ধ্যার পর থেকে প্রচুর মানুষ তাঁর সঙ্গে দেখা করতে যান। ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জানান। সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব, ব্লক নেতৃত্ব তাঁকে অভিনন্দন জানায়।

Related articles

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...
Exit mobile version