Wednesday, August 20, 2025

ভারতীয় ক্রিকেটারদের ফিল্ডিং প্রদর্শনে ক্ষুব্ধ প্রাক্তন তারকা সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তাঁর মতে ভারতের রীতি নতুন শুরু হয়েছে, অন্তত এই ম্যাচের পর তা করা উচিৎ নয়। এই ম্যাচ শেষে কাউকেই যেন সেরা ফিল্ডারের মেডেল ড্রেসিংরুমে না দেওয়া হয়। অন্তত দ্বিতীয় দিন ভারতীয় দল ( Indian Cricket Team) ফিল্ডিংয়ে যেমন পারফরম্যান্স দেখিয়েছিলেন তা দেখে বিরক্ত গাভাসকর (Sunil Gavaskar)। একের পর এক ক্যাচ মিসটাই যেন মেনে নিতে পারছেন না গাভাসকর।

দ্বিতীয় দিন ভারতীয় দলের ক্রিকেটাররা তিনটি ক্যাচ ফস্কেছিলেন। সেটা না হলে যে ইংল্যান্ডের রান আরও কম হতে পারত তা বলার অপেক্ষা রাখে না। ভারতের রানের পাহা়ড় টপকানোর দিকে এগোতেই পারত না। কিন্তু সেটা হয়নি।

দ্বিতীয় দিন যশস্বী জয়সওয়াল মিস করেছিলেন অলি পোপ এবং বেন ডাকেট। সেই অলি পোপই ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি পেয়েছিলেন। ১০৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তেমনই বেন ডাকেটও পেয়েছিলেন অর্ধশতরান। এই দুজনের সেই ক্যাচ যদি ভারতীয় দলের ক্রিকেটাররা নিতে পারত, তাহলে ইংল্যান্ড যে ঘরের মাঠে আরও বেশি চাপে পড়ে যেত তা বলার অপেক্ষা রাখে না।

সুনীল গাভাসকর জানিয়েছেন, “এই টেস্টের পর কি ফিল্ডিংয়ের জন্য কোনও মেডেল দেওয়া হয়? আমার তো মনে হয়, দেওয়া উচিৎ নয়। প্রতি ম্যাচের ভারতের ফিল্ডিং কোচ টি দীলিপ মেডেল দেন। এটা মেনে নিতেই হবে যে দ্বিতীয় দিন ভারতীয় দলের ফিল্ডিং খুবই হতাশাজনক ছিল। যশস্বী এবং জাদেজা অবশ্যই ভালো ফিল্ডার। কিন্তু এত গুলো সুযোগ নষ্টের খেসারত দিতে হল তাদের”।

এই দুই ক্রিকেটারের ক্যাচ না ফস্কালেও ইংল্যান্ডের অবস্থা আরও খারাপ হতেই পারত। কারণ এই দুজনই ইংল্যান্ডকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version