Saturday, November 8, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধেই টেস্টে কামব্যাক সেঞ্চুরি ঋষভ পন্থের (Rishabh Pant)। আর তারপরই ঋষভের সামারসল্ট (Somersault)। সেঞ্চুরি পাওয়ার পর সেই সেলিব্রেশনটাই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন ভারতীয় টেস্ট দলের নতুন সহ অধিনায়ক। সামারসল্টটা তাঁর কাছে একেবারেই নতুন নয়। সেই স্কুল জীবন থেকেই নাকি প্র্যাকটিস। আর দূর্ঘটনার পর নিজেকে সারিয়ে তোলার জন্য এই সামারসল্ট নাকি তাঁকে অনেক সাহায্য করেছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল এবার শুরুটা অসাধারণ করেছে। এই সিরিজের আগেই ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক হয়েছিলেন ঋষভ পন্থ Rishabh Pant)। প্রথম ম্যাচেই ব্যাট হাতে সফল হয়েছেন তিনি। ১৩৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন ঋষভ। এরপরই তাঁর সেই সামারসল্ট ভল্টের শো। সেই ভিডিও কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েও পড়ে।

কেন তিনি এমন সেলিব্রেশন করেছেন, পরে অবশ্য ঋষভ পন্থ নিজেই জানিয়েছেন। ঋষভ বলেন, “স্কুল জীবনে আমি হামেশাই জিমন্যাস্টিক করতাম। আমার এমনটা করার অভ্যাস খুব ভালোভাবেই আছে। আমাকে যদি মাঝ রাতে হঠাৎ ঘুম থেকে তুলে দেওয়া হয়, আমি সেই সময়ও সামারসল্ট করতে পারি। সেই দূর্ঘটনা হওয়ার পর এই সামারসল্ট করার জন্যও আমাকে অনেক পরিশ্রম করতে হত। এখন আবার সেটা আমার কাছে অত্যন্ত সহজ ব্যাপার হয়ে গিয়েছে”।

দূর্ঘটনার পর প্রায় দেড় বছর মাঠের বাইরে ছিলেন ঋষভ পন্থ। সেই সময়ই জিমন্যাস্টিক চর্চা শুরু করেছিলেন এই তারকা ক্রিকেটার। সেই কাজ এখনও চালিয়ে যাচ্ছেন। সেই কারণেই তো কামব্যাক ম্যাচে সেঞ্চুরি করার পরই ঋষভের সামারসল্ট সেলিব্রেশন। আর তাতেই আবাক সকলে।

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version