দিঘার জগন্নাথধাম নাকি ‘বিনোদন পার্ক’! ক্ষমা চান ‘হিন্দু-বিরোধী’ সুকান্ত: দাবি তৃণমূলের

Date:

Share post:

রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) যদি ন্যূনতম লজ্জা থাকে, তবে দিঘার জগন্নাথধাম নিয়ে মন্তব্যের জন্য তাঁর সর্বাগ্রে ক্ষমা চাওয়া উচিত। অবিলম্বে নিন্দাসূচক মন্তব্য প্রত্যাহার করা উচিত- দাবি করল তৃণমূল (TMC)।

সুকান্ত (Sukanta Majumder) কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী! অথচ নিজেই কুকথা বলছেন। ক’দিন আগেই ‘সোনাগাছির সেক্স ওয়ার্কার’ বলে পুলিশকে উদ্দেশ্য করে বিদ্বেষমূলক মন্তব্য করেন সুকান্ত। এবার পবিত্র জগন্নাথধামকে ‘বিনোদন পার্ক’ বলে অপমান করলেন হিন্দুত্বের ধ্বজা ওড়ানো বিজেপির (BJP) রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদারের মন্তব্য কেবল বাংলার অপমান নয়, এটি প্রতিটি ভক্তের, বাংলার সংস্কৃতির এবং ভগবান জগন্নাথের প্রতি বিশ্বাসী কোটি কোটি মানুষের অপমান। হিন্দু জাতির অপমান। সুকান্তর অবমাননাকর মন্তব্য প্রসঙ্গে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছে।

তৃণমূলের প্রশ্ন, জগন্নাথধাম আপনাকে এত বিরক্ত করে কেন, সুকান্ত মজুমদার? এর কারণ কি এই মন্দির, যা ঐক্য, ভক্তি এবং বাংলার সাংস্কৃতিক গর্বের প্রতীক, তা আপনাকে পীড়া দেয়? আপনাদের ঘৃণা-প্ররোচিত, বিভেদমূলক রাজনীতি এই ভক্তি ও ঐক্যের মূল্য দিতে পারে না।

বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত বলেছেন, দিঘার জগন্নাথধাম নাকি মন্দির নয়, বিনোদন পার্ক! এঁরা রাজনীতির স্বার্থে হিন্দু ধর্মকে অপমান করতেও দু’বার ভাবেন না। এঁরাই হিন্দুধর্মের ভণ্ড ধ্বজাধারী, বিজেপির মাতব্বর নেতা।

তৃণমূলের সাফ কথা, দিঘার জগন্নাথধাম এক পবিত্র ভূমি। ভক্তদের উৎসাহ আর ভিড় চোখে পড়ে না বিজেপির! নইলে আতঙ্ক থেকেই এই ধরনের অবমাননা কর গন্তব্য করেন বিজেপির এই ট্রেনি সভাপতিরা। শীঘ্রই তাঁরা জগন্নাথ-ভক্তদের অপমানের জবাব পাবেন।

সুকান্তের মুখের ভাষা সভ্য সমাজে বলার মতো নয়। কখনও তিনি বাংলার মহিলাদের ‘জেহাদি’ বলছেন, আবার কখনও যৌনকর্মীদের নিয়ে কুরুচিকর বিদ্রুপ করছেন। এটাই বিজেপির অভ্যেস। তারা যে একটা নারীবিদ্বেষী দল, তা প্রতি পদে পদে প্রমাণ দিয়ে চলেছে। বঙ্গ বিজেপির ট্রেনি সভাপতি সুকান্ত মজুমদার যেভাবে ‘সোনাগাছির সেক্স ওয়ার্কার’ বলে ওই পেশার মা-বোনেদের অপমান করেছেন, তাতে তাঁদের নারীবিদ্বেষী মনোভাব বেরিয়ে এসেছে। এর আগেও এদের এক ‘মহান নেতা’ বলেছিলেন ‘বীরবাহা হাঁসদাকে জুতোর তলায় রাখি’। এরা সত্যি নারী-বিরোধী, দলিত-বিরোধী ঘৃণ্য একটি দল।

spot_img

Related articles

তৃতীয়া থেকে পঞ্চমীতে নিম্নচাপের আশঙ্কা! পুজো ওয়েদারে মন খারাপ বাঙালির 

আশ্বিন পড়ে গেছে, বাঙালি মননে-জীবনে শুধুই পুজো পুজো উন্মাদনা। আগামী সপ্তাহে এতক্ষণ দুর্গা চতুর্থীর উৎসবে মেতে উঠবে গোটা...

২৬২ কোটির দুর্গাঙ্গন: কাজ শুরু হিডকো-র, তৈরি হবে দু’বছরেই!

দুর্গাঙ্গনের (Durgangan) কাজের জন্য দরপত্র ডেকে পদক্ষেপ শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এই প্রজেক্টে কত খরচ হতে...

মার্কিন মুলুকে বর্ণবিদ্বেষের শিকার ভারতীয় যুবক! পুলিশের গুলিতে মৃত্যু, তদন্তের দাবি পরিবারের

আমেরিকায় পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীর। নিহত যুবকের নাম মহম্মদ নিজামুদ্দিন (৩০)। তিনি তেলেঙ্গানার মেহবুবনগরের বাসিন্দা, কর্মসূত্রে...

পুজোয় পাহাড়ে পর্যটকদের ভিড়, বুকিং বাড়ছে দার্জিলিং-কালিম্পং-ডুয়ার্সে

বাঙালির শ্রেষ্ঠ উৎসবে বাংলার পর্যটন শিল্পের (Tourism industry of Bengal) ভাগ্য সুপ্রসন্ন। উত্তর ভারতে প্রাকৃতিক দুর্যোগ আর নেপালের...