Friday, August 22, 2025

উপনির্বাচনে গোটা দেশের ছবিতে ফের একবার স্পষ্ট বিজেপির দুরবস্থা। নরেন্দ্র মোদির (Narendra Modi) নিজের রাজ্যে উপনির্বাচনে (by election) আপের কাছে ধরাশয়ী বিজেপি। অন্যদিকে দেশের নির্বাচনের নিরিখে নতুন ইতিহাস তৈরির পথে তৃণমূল (TMC)। কেরালায় (Kerala) বাম ও কংগ্রেসের পরে তৃতীয় স্থানে উঠে এলেন ঘাসফুলের প্রার্থী।

বাংলায় প্রায় মুছে যাওয়ার পথে বিজেপি। কালীগঞ্জের উপ-নির্বাচন আরও একবার তা প্রমাণ করল। তবে গোটা দেশে যে বিজেপির অবস্থা আরও খারাপ হচ্ছে তা প্রমাণিত তিন রাজ্যের উপনির্বাচনে। গুজরাটের (Gujarat) উপ-নির্বাচনে বিজেপির জয় ছিল নিশ্চিত। অথচ সেখানে ভিসাভাদর কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থীকে পরাজিত করলেন আম আদমি পার্টি (AAP) প্রার্থী ইটালিয়া গোপাল। তিনি ১৭,৫৫৪ ভোটে বিজেপি প্রার্থী কীরিট প্যাটেলকে পরাজিত করেন। যদিও গুজরাটের (Gujarat) কাঁদি কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজেন্দ্র কুমার ছাবড়া জয়লাভ করেছেন।

এবারের উপনির্বাচনে গুরুত্বপূর্ণ হয়েছে কেরালার (Kerala) নীলাম্বুর কেন্দ্রের ফলাফল। শাসক দল সিপিআইএম প্রার্থী এম স্বরাজকে পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থী। কিন্তু তার থেকেও চাঞ্চল্যকর এই কেন্দ্রে তিন নম্বরে উঠে এসেছেন তৃণমূল (TMC) সমর্থিত নির্দল প্রার্থী পি ভি আনোয়ার। এবং লোকসভা নির্বাচনে যে কেরালাকে পাখির চোখ করেছিল বিজেপি সেখানেই উপনির্বাচনের ফলাফলে চারে নেমে গিয়েছেন বিজেপি প্রার্থী মোহন জর্জ। কার্যত স্পষ্ট কেরালায় তৃণমূলের নতুন শাখার পথ চলা শুরুর পর থেকে জনগণের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলতে শুরু করেছে ঘাসফুল নেতা কর্মীরা।

অন্য রাজ্যেও নির্বাচনের ফলাফলে বিজেপির শোচনীয় অবস্থা আরও একবার সামনে এসেছে। পঞ্জাবের (Punjab) লুধিয়ানা পশ্চিম কেন্দ্রে উপনির্বাচনে জয়লাভ করেছেন আপ (AAP) প্রার্থী সঞ্জীব অরোরা। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ভরত আসুকে পরাজিত করেন। এই কেন্দ্রেও তিনে নেমে গিয়েছে বিজেপি।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version