Sunday, November 9, 2025

CFL-র ম্যাসকট গোলাপ ভাঁড়, ভূমিপুত্র বাড়ানোর বার্তা ক্রীড়ামন্ত্রীর

Date:

আগামী ২৫ জুন থেকে শুরু হচ্ছে এবারের সিএফএল (CFL) প্রিমিয়ার। সোমবার হয়ে গেল তারই ম্যাসকট উন্মোচন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) হাত দিয়েই প্রকাশ্যে এল সিএফএলের এবারের বিশেষ ম্যাসকট গোপাল ভাঁড় (Gopal Bhar)। মহারাজা কৃষ্ণচন্দ্রের নবরত্ন সভার এই সদস্য ছিলেন প্রখর বুদ্ধির মালিক। সেইসঙ্গে রয়েছে আরও নানান কীর্তি। এবার আইএফএ সেই গোপাল ভাঁড়কেই (Gopal Bhar) বেছে নিয়েছে তাদের ম্যাসকট হিসাবে। আইএফএর এই উদ্যোগের প্রশংসা শোনা গেল  ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas) গলাতেও। এবারের সিএফএল (CFL) প্রয়াত কিংবদন্তী পিকে বন্দ্যোপাধ্যায়কেই (PK Banerjee) উৎসর্গ করলেন আইএফএ কর্তারা। এদিনের অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। ক্রীড়ামন্ত্রীর পাশাপাশি ছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু (Sujit Basu)। উপস্থিত ছিলেন প্রসুন বন্দ্যোপাধ্যায়, পিকে বন্দ্যোপাধ্যায়ের কন্যা, দীপেন্দু বিশ্বাস সহ মনোরঞ্জন বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় সেন, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়দের মতো তারকারা।

সিএফএল ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আগামী ২৫ জুন নৈহাটি স্টেডিয়ামে এক বিরাট অনুষ্ঠান দিয়ে উদ্বোধন হবে সিএফএলের (CFL), জানিয়েছেন সচিব অনির্বাণ দত্ত। তারই ম্যাসকট এবং পিকে বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত স্টাম্প উন্মোচন হল সোমবার। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের(Arup Biswas) হাত দিয়েই হল সেই উন্মোচন। আইএফএ কর্তাদের প্রশংসা করেছেন তিনি। সেইসঙ্গে আগামী সিএফএলে ভূমিপুত্রের সংখ্যা বাড়ানোর বার্তাও দিলেন অরূপ বিশ্বাস।

তিনি জানিয়েছেন, “আমি আইএফএ-কে আগেই প্রস্তাব দিয়েছিলাম বাংলার ছেলেদের বেশি করে সুযোগ দেওয়ার জন্য। এবার সেই কথা শুনেই তারা পাঁচ থেকে সংখ্যাটা ছয় করেছে। কিন্তু আমার অভিমত শুধুমাত্র যদি বাংলার ছেলেদের নিয়েই হয়, তেমনটা করা গেলেও অত্যন্ত ভাল হয়”।

সেইসঙ্গে এদিন ম্যাসকট উন্মোচনের মঞ্চ থেকেই সঞ্জয় সেনের নাম আগামী মরসুমে বাংলার কোচ হিসাবে প্রস্তাব করলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর এমন প্রস্তাবে আপ্লুত সন্তোষ জয়ী কোচ সঞ্জয় সেনও। এখন শুধুই সিএফএল শুরু হওয়ার অপেক্ষা।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version