Sunday, November 9, 2025

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি স্ট্রাইকার(Foreign Striker) কে হবেন। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে এবার নাকি একজন নাইজেরিয়(Nigeria) বংশোদ্ভূত বিদেশি স্ট্রাইকারকে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল (Eastbengal)। তবে সেই বিদেশি নাইজেরিয়ার হয়ে খেলেন না। সূত্র মারফৎ জানা যাচ্ছে কোনও বিশ্বকাপ খেলা দেশের হয়েই নাকি খেলেন এই তারকা ফুটবলার। তাঁর সঙ্গে ইতিমধ্যেই নাকি কথাবার্তাও এনেক দূর এগিয়ে গিয়েছে। সই হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।

এই মুহূর্তে জোরকদমে দল গোছাচ্ছে ইস্টবেঙ্গল (Eastbengal)। সেখানেই এবার একজন বিদেশি স্ট্রাইকার (Foreign Striker) এবং ডিফেন্সের ফুটবলার নেওয়ার পথে এগোচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। সেখানে ইতিমধ্যেই বিদেশি স্ট্রাইকার কার্যত পাকা করে ফেলেছে ইস্টবেঙ্গল ব্রিগেড। তবে কার জায়গায় নেওয়া হচ্ছে। কারণ যতদূর পর্যন্ত খবর ইস্টবেঙ্গল নাকি দিমিত্রি পেত্রাতোসকে ছাড়ছে না। কারণ কোচ অস্কার ব্রুজোঁ নাকি তাঁকে দলে রাখতে চেয়েছে।

গতবারের আইএসএলে দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos) চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। তাঁকে নিয়ে সমালোচনাও বিস্তর হয়েছিল। শোনা যাচ্ছিল এই মরসুমে নাকি তাঁকে ছেড়ে দিতেও চেয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। কিন্তু শেষপর্যন্ত তা হচ্ছে না বলেই শোনা যাচ্ছে। কারণ অস্কার ব্রুজোঁ নাকি এই পেত্রাতোসকে দলে রাখতে চাইছেন। সেইসঙ্গে তাঁকে নাকি প্রথম একাদশের ফুটবলার হিসাবেই রাখছেন তিনি।

অন্যদিকে মাধি তালালকে ছেড়ে দিতে চায় ইস্টবেঙ্গল। তিনি এখনও পর্যন্ত নাকি রিহ্যাব শুরু করতে পারেননি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version