Saturday, August 23, 2025

ইস্টবেঙ্গলের(Eastbengal) নতুন বিদেশি স্ট্রাইকার(Foreign Striker) কে হবেন। এই নিয়েই এখন চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে এবার নাকি একজন নাইজেরিয়(Nigeria) বংশোদ্ভূত বিদেশি স্ট্রাইকারকে দলে নিতে চলেছে ইস্টবেঙ্গল (Eastbengal)। তবে সেই বিদেশি নাইজেরিয়ার হয়ে খেলেন না। সূত্র মারফৎ জানা যাচ্ছে কোনও বিশ্বকাপ খেলা দেশের হয়েই নাকি খেলেন এই তারকা ফুটবলার। তাঁর সঙ্গে ইতিমধ্যেই নাকি কথাবার্তাও এনেক দূর এগিয়ে গিয়েছে। সই হওয়াটা শুধু সময়ের অপেক্ষা। শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে।

এই মুহূর্তে জোরকদমে দল গোছাচ্ছে ইস্টবেঙ্গল (Eastbengal)। সেখানেই এবার একজন বিদেশি স্ট্রাইকার (Foreign Striker) এবং ডিফেন্সের ফুটবলার নেওয়ার পথে এগোচ্ছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। সেখানে ইতিমধ্যেই বিদেশি স্ট্রাইকার কার্যত পাকা করে ফেলেছে ইস্টবেঙ্গল ব্রিগেড। তবে কার জায়গায় নেওয়া হচ্ছে। কারণ যতদূর পর্যন্ত খবর ইস্টবেঙ্গল নাকি দিমিত্রি পেত্রাতোসকে ছাড়ছে না। কারণ কোচ অস্কার ব্রুজোঁ নাকি তাঁকে দলে রাখতে চেয়েছে।

গতবারের আইএসএলে দিমিত্রি পেত্রাতোস (Dimitri Petratos) চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন। তাঁকে নিয়ে সমালোচনাও বিস্তর হয়েছিল। শোনা যাচ্ছিল এই মরসুমে নাকি তাঁকে ছেড়ে দিতেও চেয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। কিন্তু শেষপর্যন্ত তা হচ্ছে না বলেই শোনা যাচ্ছে। কারণ অস্কার ব্রুজোঁ নাকি এই পেত্রাতোসকে দলে রাখতে চাইছেন। সেইসঙ্গে তাঁকে নাকি প্রথম একাদশের ফুটবলার হিসাবেই রাখছেন তিনি।

অন্যদিকে মাধি তালালকে ছেড়ে দিতে চায় ইস্টবেঙ্গল। তিনি এখনও পর্যন্ত নাকি রিহ্যাব শুরু করতে পারেননি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

চলন্ত বাইকে চূড়ান্ত রোমান্স যুগলের! দিতে হল চড়া মাশুল

চলন্ত বাইকে (Bike) যুবক ও যুবতীর রোমান্স যা হার মানাবে বড় বড় বলিউড সিনেমাকে। একে অপরকে জড়িয়ে বাইকের...

রাজ্যে ভোটার তালিকা সংশোধনী, বুথ পুনর্বিন্যাসে বৈঠকে ডাক সব রাজনৈতিক দলকে

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী ঘিরে প্রস্তুতিতে নেমেছে রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই বুথের পুনর্বিন্যাস করা হয়েছে। এবার সেই...

আইন কলেজ গণধর্ষণে ৫৮ দিনে চার্জশিট পেশ: নাম মনোজিৎ-সহ চারজনের

কসবা আইন কলেজে ছাত্রীর গণধর্ষণের ঘটনার ৫৮ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ। শনিবার আলিপুর আদালতে প্রায়...

ভালো শুরু করেও প্রথমার্ধে পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি

সেই আলাদিন আজারের(Aladdin Ajaraie) ম্যাজিকেই পিছিয়ে পড়ল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ফাইনালে বাংলার দল হিসাবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নেমেছিল ডায়মন্ডহারবার...
Exit mobile version