Monday, August 11, 2025

নতুন দল গড়ছেন? উত্তরে কী জানালেন বিজেপিতে ‘কোণঠাসা’ দিলীপ

Date:

Share post:

কালীগঞ্জে জয় দূরে থাক, নিজেদের ভোটব্যাঙ্ক বলে দাবি করা হিন্দু ভোটও সব পায়নি বিজেপি (BJP)। এই পরিস্থিতিতে নতুন দল গঠন নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোমবার, কালীগঞ্জের উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তবে, নির্বাচন হোক বা কেন্দ্রীয় নেতৃত্বের সভা- কোথাও আর সক্রিয় ভূমিকায় দেখা যায় না বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিকে। এই পরিস্থিতিতেই প্রশ্ন ওঠে তিনি কি নতুন দল করবেন?

উত্তরে চাঁছাছোলা দিলীপে (Dilip Ghosh) মন্তব্য, “আমি দল দাঁড় করিয়েছি। নতুন দল তৈরি করিনি, করার দরকারও নেই। আমরা সত্তর বছর ধরে লড়াই করে একটা দল দাঁড় করিয়েছি। সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। নতুন দল করার দরকার নেই। আমরা ওই ধরনের রাজনীতি করি না। বাংলার বিকাশের জন্য নতুন পার্টির দরকার নেই। ভারতীয় জনতা পার্টিই যথেষ্ট।”

কালীগঞ্জ নির্বাচনে বিজেপি ফল নিয়ে সরাসরি কিছু বলতে চাননি দিলীপ। তাঁর কথায়, “বাংলার উপনির্বাচন এইভাবেই হয়। ভোটের খুব বেশি ফারাক হয়নি। বাংলায় নির্বাচন হলেই প্রাণহানি হবে।” দিলীপের মন্তব্যের পাল্টা তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, “দিলীপ ঘোষ তাঁর নিজের দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েছেন। দলের লাইনে ফিরতেই তিনি এসব কথা বলছেন।”

দীর্ঘদিন ধরেই আলোচনায় বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব। যাঁদের হাত ধরে বাংলায় বিজেপি পায়ের তলায় মাটি শক্ত করছিল, সেই দিলীপ ঘোষ কার্যত কোণাঠাসা করে দেওয়া হয়। মোদি-শাহরা বঙ্গসফরে এলেও সেখানে দেখা যাচ্ছে না দিলীপকে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কটাক্ষ করেছেন নব্য বিজেপির নেতৃত্ব। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ নতুন রাজনৈতিক দল করছেন বলে গুজব শোনা যায়। নতুন দলের নাম ‘পশ্চিমবঙ্গ হিন্দুসেনা’। নতুন দল গঠন নিয়ে আদি বিজেপি নেতাদের নিয়ে কলকাতা ও বিধাননগরে বেশ কয়েকটি বৈঠক হয়েছে বলে খবর ছড়ায়। তবে, সব জল্পনায় জল ঢেলে দিলীপ জানালেন, ”ভারতীয় জনতা পার্টিই যথেষ্ট।”

spot_img

Related articles

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...

বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...