নতুন দল গড়ছেন? উত্তরে কী জানালেন বিজেপিতে ‘কোণঠাসা’ দিলীপ

Date:

Share post:

কালীগঞ্জে জয় দূরে থাক, নিজেদের ভোটব্যাঙ্ক বলে দাবি করা হিন্দু ভোটও সব পায়নি বিজেপি (BJP)। এই পরিস্থিতিতে নতুন দল গঠন নিয়ে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সোমবার, কালীগঞ্জের উপনির্বাচনের ফল প্রকাশ হয়েছে। তবে, নির্বাচন হোক বা কেন্দ্রীয় নেতৃত্বের সভা- কোথাও আর সক্রিয় ভূমিকায় দেখা যায় না বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিকে। এই পরিস্থিতিতেই প্রশ্ন ওঠে তিনি কি নতুন দল করবেন?

উত্তরে চাঁছাছোলা দিলীপে (Dilip Ghosh) মন্তব্য, “আমি দল দাঁড় করিয়েছি। নতুন দল তৈরি করিনি, করার দরকারও নেই। আমরা সত্তর বছর ধরে লড়াই করে একটা দল দাঁড় করিয়েছি। সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। নতুন দল করার দরকার নেই। আমরা ওই ধরনের রাজনীতি করি না। বাংলার বিকাশের জন্য নতুন পার্টির দরকার নেই। ভারতীয় জনতা পার্টিই যথেষ্ট।”

কালীগঞ্জ নির্বাচনে বিজেপি ফল নিয়ে সরাসরি কিছু বলতে চাননি দিলীপ। তাঁর কথায়, “বাংলার উপনির্বাচন এইভাবেই হয়। ভোটের খুব বেশি ফারাক হয়নি। বাংলায় নির্বাচন হলেই প্রাণহানি হবে।” দিলীপের মন্তব্যের পাল্টা তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, “দিলীপ ঘোষ তাঁর নিজের দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েছেন। দলের লাইনে ফিরতেই তিনি এসব কথা বলছেন।”

দীর্ঘদিন ধরেই আলোচনায় বিজেপির আদি-নব্য দ্বন্দ্ব। যাঁদের হাত ধরে বাংলায় বিজেপি পায়ের তলায় মাটি শক্ত করছিল, সেই দিলীপ ঘোষ কার্যত কোণাঠাসা করে দেওয়া হয়। মোদি-শাহরা বঙ্গসফরে এলেও সেখানে দেখা যাচ্ছে না দিলীপকে। তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কটাক্ষ করেছেন নব্য বিজেপির নেতৃত্ব। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষ নতুন রাজনৈতিক দল করছেন বলে গুজব শোনা যায়। নতুন দলের নাম ‘পশ্চিমবঙ্গ হিন্দুসেনা’। নতুন দল গঠন নিয়ে আদি বিজেপি নেতাদের নিয়ে কলকাতা ও বিধাননগরে বেশ কয়েকটি বৈঠক হয়েছে বলে খবর ছড়ায়। তবে, সব জল্পনায় জল ঢেলে দিলীপ জানালেন, ”ভারতীয় জনতা পার্টিই যথেষ্ট।”

spot_img

Related articles

”মায়ের স্নেহভরা মুখের উন্মোচনে আলোকিত হয় জগৎ”, মহাষষ্ঠীর শুভেচ্ছা অভিষেকের

রবিবার বোধনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসবের সূচনা হল।  এই দিনটার অপেক্ষায় বছরভর দিন গুণতে থাকে  দিন গোনার...

”শিউলি এলো, মাদল এলো, ধামসা এলো ঘরে”, গানের মধ্যেই ষষ্ঠীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রাণের প্রিয় দুর্গা পুজো। আজ মহাষষ্ঠী।  বোধনের মধ্য দিয়ে পুজোর সূচনা। আকাশে বাতাসে আনন্দের...

মুর্শিদাবাদে কুপিয়ে খুন জমি ব্যবসায়ীকে, এলাকায় তীব্র চাঞ্চল্য

মহা পঞ্চমীর দিনে ব্যবসায়ী খুন মুর্শিদাবাদে। মৃত ব্যবসায়ীর নাম জিন্নাত আনসারি। বয়স ৫৭ বছর।শনিবার দুপুরে ব্যবসায়ী খুনের ঘটনায়...

বোধনের আনন্দ ফিকে করে দেবে বৃষ্টি? জেনে নিন রবিবারের আবহাওয়ার আপডেট

দুর্গা পুজোর (Durga puja) আনন্দে মাতোয়ারা বাংলা। উত্তর থেকে দক্ষিণ প্রাণের পুজোয় মেতে উঠেছে ৮ থেকে ৮০। রবিবার...