ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। একই ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করে নতুন রেকর্ড তৈরি করেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু চতুর্থ দিনের পর সেই পন্থকেই শাস্তি আইসিসির। শৃঙ্খলাভঙ্গের দায়ে ঋষভ পন্থকে শাস্তি দিল আইসিসি (ICC)। কাটা হচ্ছে তাঁর ম্যাচ ফি। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ফিল্ড আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণ। আর তাতেই ঋষভ পন্থকে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।

তৃতীয় দিন ম্যাচ চলাকালীনই ঘটে এই ঘটনা। বল পরিবর্তন নিয়ে ফিল্ড আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। আম্পায়ারের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরেই তর্কাতর্কি করেন তিনি। আর সেটাই ভালোভাবে নেয়নি আইসিসি (ICC)। কার্যত আইসিসির নিয়মভঙ্গ করেছেন ঋষভ পন্থ। এরপরই তাঁকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ম্যাচ ফি কতটা কাটা হবে তা নিয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ বিগত ২৪ মাসে এটাই ঋষভ পন্থের মাঠে প্রথম অফেন্স। আইসিসির লেভিল ওয়ান নিয়ম ভঙ্গের অভিযোগ এসেছে ঋষভ পন্থের বিরুদ্ধে। ম্যাচ কমিশনের রিপোর্ট মেনেও নিয়েছেন তিনি। ঋষভ পন্থকে যে আইসিসি শাস্তি দেবে তা কার্যত নিশ্চিত। তবে কত শতাংশ ম্যাচ ফি কাটা হবে সেটা পরে ঠিক করা হবে।

অন্যদিকে এই টেস্টে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পরপর দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন ঋষভ পন্থ। নতুন রেকর্ড গড়েছেন তিনি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

–

–

–

–

–

–

–
–
–
–
–