Monday, November 10, 2025

দিল্লিতে বাংলার আমের মেলা, লোভনীয় স্বাদের সম্ভারে মাতোয়ারা প্রবাসী বাঙালি

Date:

দিল্লিতে মঙ্গলবার থেকে শুরু হল বহু প্রতীক্ষিত বাংলার আমমেলা। ২৪ জুন থেকে ৮ জুলাই পর্যন্ত দিল্লির জনপথ হ্যান্ডলুম হ্যান্ডিক্র্যাফ্ট এক্সপো চত্বরে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত হচ্ছে এই অনন্য উৎসব। মঙ্গলবার এই মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের দিল্লি রেসিডেন্ট কমিশনার উজ্জয়নি দত্ত এবং খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দফতরের অতিরিক্ত সচিব বিকাশ সাহা।

প্রবাসী বাঙালিদের জন্য এই আমমেলা যেন এক আবেগের নাম। প্রতিবছরের মতো এবারও রাজ্য সরকার বাংলার বিভিন্ন জেলা থেকে সুস্বাদু আম এনে হাজির করেছে দিল্লির বুকে। মোট ৬টি জেলার আম রয়েছে এই মেলায়— মালদা, মুর্শিদাবাদ, নদীয়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও বাঁকুড়া। মেলায় রয়েছে প্রায় ৪৪ হাজার কেজি আম, যার মধ্যে উল্লেখযোগ্য হল জিআই-ট্যাগ প্রাপ্ত আম যেমন মালদা লক্ষ্মণভোগ, খিরসাপতি (হিমসাগর) এবং ফজলি। এছাড়াও আকর্ষণ হিসেবে রয়েছে আম্রপালি, ল্যাংড়া, গোলাপখাশ, তোতাপুরি, কিষাণভোগ, মিশ্রিকান্ত, রাজাভোগ, বৃন্দাবনী আশিনা, কোহিতুর-এর মতো বহু বৈচিত্র্যপূর্ণ জাত।

এ শুধু আমের উৎসব নয়, বাংলার হস্তশিল্প ও তাঁত শিল্পেরও প্রদর্শনী এই মেলায় গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে। বাঁকুড়া টেরাকোটা, ডোকরা, পাতাচিত্র, ছৌ মুখোশ, শান্তিনিকেতনের চামড়ার পণ্য, শান্তিপুরী ও বালুচরি শাড়ি— এসব হস্তশিল্প দর্শনার্থীদের নজর কাড়ছে। খাদ্যপ্রেমীদের জন্য রয়েছে বাংলার গর্ব জিআই ট্যাগধারী গোবিন্দভোগ চাল, তুলাইপাঞ্জি চাল, রসগোল্লা এবং দার্জিলিং চা। মেলার সমাপ্তি দিনে (৮ জুলাই) থাকছে বিশেষ আকর্ষণ— ফোক ব্যান্ড দোহার-এর সাংস্কৃতিক পরিবেশনা।

আরও পড়ুন – শান্তির বার্তা নিয়ে সুখোই-৩০-এর চাকা ঘিরে জগন্নাথের রথ, কলকাতায় বিশ্বঐক্যের আবাহন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version