Thursday, August 21, 2025

৫০-এর নীচে আটকে যাবে বিজেপি: ছাব্বিশের নির্বাচন নিয়ে বড় দাবি অভিষেকের

Date:

আগামী বিধানসভা নির্বাচনের আর এক বছরও বাকি নেই। তার আগেই ভোটের ফল নিয়ে বড় দাবি করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর স্পষ্ট ভবিষ্যদ্বাণী- ছাব্বিশের নির্বাচনে ৫০-এর নীচে আটকে যাবে বিজেপি (BJP)।

বুধবার, নিজের সাংসদীয় এলাকার উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরতে সাতগাছিয়ার সভা থেকে ৬৯৫ পৃষ্ঠার ‘নিঃশব্দ বিপ্লব’ বই প্রকাশ করেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক। আর সেই মঞ্চ থেকে বিরোধীদের নিশানা করেন তিনি। গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেন, “ছাব্বিশের ভোটে বিজেপি নাকি বাংলার ক্ষমতা দখল করবে বলছে! গতবারে ওরা ৭৭টা আসন পেয়েছিল, এবারে ওরা ৫০ এর নীচে আটকে যাবে। আজকের সভা থেক আমি এই ভবিষ্যৎবাণী করে গেলাম।”

এই কথার রেশ টেনে অভিষেক বলেন, “আমি সচরাচর কোনও বিষয়ে ভবিষ্যৎবাণী করি না। আর করলে ঈশ্বরের কৃপায় আমার ভবিষ্যৎবাণী অল্প হলেও মিলে যায়।” তিনি উল্লেখ করেন এর আগেও তাঁর ভোটের ফলের ভবিষ্যৎবাণী মিলে যায়।
আরও খবর‘নিঃশব্দ বিপ্লব’: ৬৯৫ পৃষ্ঠার পুস্তিকায় উন্নয়নের খতিয়ান অভিষেকের, জবাব বিরোধীদের বিদ্রুপেরও

একই সঙ্গে বিজেপিকে নিশানা করেন অভিষেক (Abhishek Banerjee)। সুকান্ত-শুভেন্দুদের তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, “আজ জগন্নাথ মন্দিরকে ব্যঙ্গ বিদ্রুপ করতে গিয়ে শুভেন্দু বলছে ওটা মন্দির নয়। সুকান্ত মজুমদার বলছেন ওইটা সার্কাস। যাঁরা হিন্দুদের রক্ষা কর্তা বলে তারাই এইসব বলে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এই মন্দির না তৈরি করলে আপনারা আসল চেহারা দেখতে পেতেন না। মমতার সরকারের থেকে ইউনুসের সরকার ভাল বলে। আর এরাই আবার আমাদের বাংলাদেশি বলে।”

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version