Monday, November 3, 2025

ইস্টবেঙ্গলে কী থাকবেন দিমিত্রি দিয়ামনতাকস (Dimitri Diamantakos)। প্রথমে শোনা যাচ্ছিল তাঁকে নাকি ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল (Eastbengal)। কিন্তু এখন সেই সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। কারণ কোচ অস্কার ব্রুজোঁ নাকি চেয়েছেন এই গ্রীক তারকা ফুটবলারকে। গত মরসুমে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, আগামী মরসুমেও নাকি দিমিত্রি দিয়ামনতাকসের (Dimitri Diamantakos) ওপরই ভরসা রাখছেন লাল-হলুদ কোচ। সেভাবেই নাকি দলও সাজাচ্ছেন তারা।

গত মরসুমে সবচেয়ে বেশি দাম দিয়ে দিমিত্রি দিয়ামনতাকসকে (Dimitri Dimantakos) দলে নিয়েছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। কিন্তু সেই মরসুমে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি দিমিত্রি দিয়ামনতাকস। আইএসএলের (ISL) মাঝপথেই তাঁকে ছাড়ার বার্তা উঠে গিয়েছিল। এমনকি অস্কার দায়িত্ব নেওয়ার পরও তাঁর খেলায় অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেই সময় থেকেই এই তারকা ফুটবলারকে নাকি ছেড়ে দেওয়ার কথা শোনা যাচ্ছিল।

এবার জোরকদমে দল গঠন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। সেখানেই দিমিত্রি দিয়ামনতাকসকেও (Dimitri Diamantakos) নাকি না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এরপরই সিদ্ধান্ত বদল কোচের। তিনিই নাকি এই গ্রীক স্ট্রাইকারকে চেয়েছেন। এমনকি আগামী মরসুমের পরিকল্পনায় তাঁর প্রথম একাদশেও নাকি রয়েছেন দিমিত্রি দিয়ামনতাকস।

তবে মাধি তালাল এই মরসুমে থাকবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কারণ এখনও চোট সারিয়ে উঠতে পারেননি তিনি। তারপর রয়েছে রিহ্যাব। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে লাল-হলুদ ব্রিগেড।

Related articles

নতুন মাইলফলক ছুঁল স্বাস্থ্যসাথী প্রকল্প: রাজ্যবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

রাজ্যের মানুষের জন্য উন্নয়নমূলক প্রকল্প প্রতিনিয়ত প্রণয়ন থেকে তা পর্যালোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে চলেছে বর্তমান বাংলার সরকার। সেই...

পার্কিং নিয়ে বিবাদের জেরে ছুরি দিয়ে আঘাত খাস কলকাতায়

শুরুতে ছিল পার্কিং(Parking) নিয়ে বচসা আর তারপরেই এক যুবককে ছুরিকাঘাতের( Stabbed )অভিযোগ উঠল তোপসিয়া থানা(Topsia PS) এলাকায়। রবিবার...

ব্রাত্যজন থেকে বিশ্বকাপজয়ী দ্রোণাচার্য, অমল আলোয় উদ্ভাসিত ভারত

বিশ্বজয়ের(India's Women's World Cup) সাফল্যের আলোয় উদ্ভাসিত ভারতীয় মহিলা ক্রিকেট। উৎসবের মরশুম শেষে নতুন করে দেবীপক্ষের ভোর আনলেন...

জলীয় বাষ্প উপকূলে: শীতের বাধা বঙ্গোপসাগরের নিম্নচাপ

নভেম্বরেও শীতে বাধা। ফের জলীয় বাষ্পপূর্ণ বাতাসের ঘনঘটা বাংলার উপকূলে। যার জেরে সপ্তাহের মধ্যভাগে ফের হালকা বৃষ্টির পূর্বাভাস...
Exit mobile version