Wednesday, November 5, 2025

ইস্টবেঙ্গলে কী থাকবেন দিমিত্রি দিয়ামনতাকস (Dimitri Diamantakos)। প্রথমে শোনা যাচ্ছিল তাঁকে নাকি ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল (Eastbengal)। কিন্তু এখন সেই সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। কারণ কোচ অস্কার ব্রুজোঁ নাকি চেয়েছেন এই গ্রীক তারকা ফুটবলারকে। গত মরসুমে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, আগামী মরসুমেও নাকি দিমিত্রি দিয়ামনতাকসের (Dimitri Diamantakos) ওপরই ভরসা রাখছেন লাল-হলুদ কোচ। সেভাবেই নাকি দলও সাজাচ্ছেন তারা।

গত মরসুমে সবচেয়ে বেশি দাম দিয়ে দিমিত্রি দিয়ামনতাকসকে (Dimitri Dimantakos) দলে নিয়েছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। কিন্তু সেই মরসুমে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি দিমিত্রি দিয়ামনতাকস। আইএসএলের (ISL) মাঝপথেই তাঁকে ছাড়ার বার্তা উঠে গিয়েছিল। এমনকি অস্কার দায়িত্ব নেওয়ার পরও তাঁর খেলায় অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেই সময় থেকেই এই তারকা ফুটবলারকে নাকি ছেড়ে দেওয়ার কথা শোনা যাচ্ছিল।

এবার জোরকদমে দল গঠন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। সেখানেই দিমিত্রি দিয়ামনতাকসকেও (Dimitri Diamantakos) নাকি না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এরপরই সিদ্ধান্ত বদল কোচের। তিনিই নাকি এই গ্রীক স্ট্রাইকারকে চেয়েছেন। এমনকি আগামী মরসুমের পরিকল্পনায় তাঁর প্রথম একাদশেও নাকি রয়েছেন দিমিত্রি দিয়ামনতাকস।

তবে মাধি তালাল এই মরসুমে থাকবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কারণ এখনও চোট সারিয়ে উঠতে পারেননি তিনি। তারপর রয়েছে রিহ্যাব। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে লাল-হলুদ ব্রিগেড।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version