Thursday, August 21, 2025

ডুয়ার্সে ফিল্ম সিটি গড়লে বাড়বে কর্মসংস্থান ও পর্যটন: দাবি বিধায়ক কাঞ্চন মল্লিকের

Date:

Share post:

উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে এবার নতুন সম্ভাবনার দিক খুঁজছে রাজ্য সরকার। ডুয়ার্স অঞ্চলে পরিবেশবান্ধব ফিল্ম সিটি গঠনের ভাবনা উঠে এল রাজ্যের জনপ্রিয় অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিকের মুখে। বুধবার মালবাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “ডুয়ার্সের এই অপরূপ প্রাকৃতিক পরিবেশে যদি পরিবেশের ক্ষতি না করে একটি ফিল্ম সিটি গড়ে তোলা যায়, তাহলে এখানকার আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে।”

এদিন লাভায় একটি ছবির শুটিং শেষ করে কলকাতা ফেরার পথে কাঞ্চন মল্লিক মালবাজারে পৌঁছান। টুরিস্ট লজে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালের বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলু চিক বড়াইক। দুই বিধায়কের এই সৌহার্দ্যমূলক সাক্ষাৎ ঘিরে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে ফিল্ম সিটি প্রসঙ্গ।

বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন, “আমাদের রাজ্যের উত্তরে পাহাড় আর দক্ষিণে সমুদ্র—দুটোই রয়েছে। বহু ছবির শুটিং ইতিমধ্যেই এখানে হয়েছে। এই রাজ্যকে সিনেমার দিক থেকেও এগিয়ে নিয়ে যেতে হলে উত্তরবঙ্গের মতো জায়গায় ফিল্ম সিটি গড়ে তোলা সময়ের দাবি।” তিনি আরও বলেন, এই উদ্যোগ সফল হলে পর্যটনের প্রসার যেমন ঘটবে, তেমনি স্থানীয় যুবসমাজের জন্য তৈরি হবে কর্মসংস্থানের নতুন দরজা।

রাজ্য সরকার ইতিমধ্যেই শিল্প ও পর্যটনকে ঘিরে একাধিক প্রকল্পে কাজ শুরু করেছে। ডুয়ার্সের মতো পরিবেশসমৃদ্ধ অঞ্চলে ফিল্ম সিটির বাস্তবায়ন সেই বৃহত্তর পরিকল্পনারই অঙ্গ হতে পারে বলে মত রাজনীতিক ও শিল্পী মহলের। সংশ্লিষ্ট মহলের আশা, এমন উদ্যোগ রাজ্যের উন্নয়ন, সংস্কৃতি ও অর্থনীতিকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারে।

আরও পড়ুন – শোওয়ার ঘরে ঢুকে ত্রাস! দিনভর নাটকের পর খাঁচাবন্দি হল বাঘ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...