Friday, January 30, 2026

ভরসা দিচ্ছে কাঁধের তেরঙ্গা, মহাকাশ থেকে বার্তা শুভাংশুর! শুভেচ্ছা রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর 

Date:

Share post:

চার দশকের ব্যবধান কাটিয়ে ফের মহাকাশে ভারতীয়। বহু প্রতীক্ষার অবসানে বুধবার দুপুর বারোটায় বেজে এক মিনিটে কেনেডি স্পেস সেন্টার থেকে ড্রাগন ক্যাপসুলে চড়ে আইএসএসের (ISS) দিকে পাড়ি দিলেন ভারতীয় বায়ুসেনার ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Subhangshu Shukla)। ঐতিহাসিক মুহূর্তকে চাক্ষুষ করতে মোবাইল, টেলিভিশন স্ক্রিন, ল্যাপটপে চোখ রেখেছিল ১৪০ কোটি ভারতবাসী। মহাকাশে পৌঁছেই নিজের দেশের মানুষের উদ্দেশ্যে বার্তা দিলেন লখনৌয়ের ছেলে। জানালেন, পৃথিবীর বাইরে পৌঁছলেও কাঁধের তেরঙ্গা তাঁকে ভরসা দিচ্ছে। তিনি অনুভব করছেন দেশবাসীর সঙ্গেই আছেন।

সাতবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে অষ্টমবার সফল হল উৎক্ষেপণ।’ক্রিউ ড্রাগন’ (Crew Dragon) ক্যাপসুলে চড়ে মহাকাশের পাড়ি দিলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Subhangshu Shukla)। এই মিশনের নেতৃত্বে রয়েছেন নাসার অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসন। শুভাংশু (Subhangshu Shukla) ছাড়াও এই অভিযানে রয়েছেন পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির তিবোর কাপু (দু’জনেই মিশন স্পেশালিস্ট হিসেবে অংশ নিচ্ছেন)। সব ঠিক থাকলে বৃহস্পতিবার বিকেলের দিকে ISS পৌঁছে যাবে ড্রাগন ক্যাপসুল। ১৯৮৪ সালে রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়ে ইতিহাস গড়লেন শুভাংশু। এদিন ফ্যালকন ৯ রকেটের স্টেজ টু ক্লিয়ারেন্স হওয়ার পর মহাকাশ থেকেই ভারতবাসীর জন্য বার্তা দেন শুক্লা।তিনি বলেন, “আমার প্রিয় ভারতবাসী, কী অসাধারণ যাত্রা! ৪০ বছর পর ফের মহাকাশে আমরা। এই মুহূর্তে প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার গতিতে পৃথিবীর চারিদিকে ঘুরছি আমরা। আমার কাঁধের তেরঙ্গা জানান দিচ্ছে, আমি পৃথিবীর বাইরে হলেও, আপনাদের মধ্যেই আছি। এটা স্পেস স্টেশনে ভারতের প্রবেশের সূচনা নয়, মহাকাশে ভারতের মানুষ পাঠানোর সূচনা। আপনারা সকলে এই যাত্রায় শামিল হোন। গর্ব বোধ করুন, উৎসাহিত বোধ করুন। মহাকাশে ভারতের মানব অভিযানের নতুন সূচনা হল। জয় হিন্দ, জয় ভারত।”

শুভাংশুর মহাকাশযাত্রার শুভেচ্ছা জানিয়ে অভিযানের সাফল্য কামনা করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu)। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা যখন ভারতের জন্য মহাকাশে এক নতুন মাইলফলক তৈরি করছেন, তখন একজন ভারতীয়ের নক্ষত্রে যাত্রায় সমগ্র জাতি উচ্ছ্বসিত এবং গর্বিত। তিনি এবং মার্কিন যুক্তরাষ্ট্র, পোল্যান্ড এবং হাঙ্গেরির অ্যাক্সিওম মিশন ৪-এর তার সহকর্মী মহাকাশচারীরা প্রমাণ করেছেন যে বিশ্ব আসলেই একটি পরিবার – ‘বসুধৈব কুটুম্বকম’। এই মিশনের সাফল্যের জন্য আমার শুভেচ্ছা, যা নাসা এবং ইসরোর মধ্যে স্থায়ী অংশীদারিত্বের প্রতিফলন ঘটায়। ক্রু-দের পরীক্ষা-নিরীক্ষা বৈজ্ঞানিক গবেষণা এবং মহাকাশ অনুসন্ধানের নতুন সীমানা তৈরি করবে।’ ভারতীয় মহাকাশচারীকে শুভকামনা জানিয়ে মিশনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এক হ্যান্ডেলে তাঁর বার্তা, মোদী লেখেন, ‘ভারত, হাঙ্গেরি, পোল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নভোচারীদের নিয়ে মহাকাশ মিশনের সফল উৎক্ষেপণকে স্বাগত জানাই আমরা। শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম ভারতীয় নভোচারী হিসেবে পৌঁছে যাবেন। তাঁর সঙ্গে ১.৪ বিলিয়ন ভারতীয়ের ইচ্ছা, আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে।’ পাশাপাশি মিশনের সব সদস্যদের সাফল্যও কামনা করেছেন মোদি।

spot_img

Related articles

দিনের বেলায় উধাও শীত, এক ধাক্কায় বাড়ল মহানগরীর তাপমাত্রা!

দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ। শুক্রবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে...

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মোমো সংস্থার ২, ‘জতুগৃহ’ থেকে উদ্ধার আরও দেহাংশ

আনন্দপুরের নাজিরাবাদে দুটি গোডাউনে আগুন (Anandapur Fire) লাগার ঘটনায় বাড়ল গ্রেফতারি। ডেকরেটার্স সংস্থার মালিকের পর এবার 'ওয়াও মোমো'র...

গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে একতা আর গণতন্ত্রের কথা মনে করালেন মুখ্যমন্ত্রী 

আজ জাতির জনকের মৃত্যুবার্ষিকী (Death Anniversary of Mahatma Gandhi)। মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে সমাজ মাধ্যমে...

মোমোর গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এবার আগুন বিরিয়ানির দোকানে! 

আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনার উদ্ধারকাজ সে সবার আগেই শহরের বুকে ফের আগুন লাগার ঘটনা। এবার লেকটাউনের কাছে এক বিরিয়ানির...