Thursday, December 4, 2025

১৫ দিনের অনসর শেষে বৃহস্পতিবার জগন্নাথ দর্শন, হবে নেত্র উৎসব 

Date:

Share post:

১৫ দিনের অনসর পর্ব শেষে বৃহস্পতিবার থেকে আবার ভক্তদের জন্য উন্মুক্ত হচ্ছে জগন্নাথধামের দরজা। মন্দির সূত্রে জানা গিয়েছে, ভোরে নেত্র উৎসবের মাধ্যমে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নতুন বেশে আত্মপ্রকাশ করবেন ভক্তদের সামনে। সকাল ৬টা থেকে খুলে যাবে দর্শনের জন্য মন্দিরের মূল গেট, ভক্তরা প্রবেশ করবেন প্রধান ফটক দিয়ে এবং ৬ নম্বর গেট দিয়ে বেরোবেন।

বুধবারই দিঘায় এসে পৌঁছেছেন কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস এবং ৫০ জন বিদেশি ইসকন ভক্ত, যাঁরা রথযাত্রার বিভিন্ন আচারবিধিতে অংশ নেবেন। রথের রশিও ইতিমধ্যেই পৌঁছে গেছে দিঘায়। বৃহস্পতিবার সকালে হবে প্রতীকী স্নান এবং মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হবে দিনের আনুষ্ঠানিকতা। দীর্ঘ অনসরের পর এদিনই প্রভুকে অন্নভোগ নিবেদন করা হবে—এলাহি আয়োজন থাকছে ৫৬ ভোগের।

বিকেল ৩টে নাগাদ শুরু হবে রশি পুজো, যেখানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসকনের সন্ন্যাসীরা রথের সামনে পুজো সম্পন্ন করবেন। এরপর দক্ষিণ গেট দিয়ে তিনটি রথকে বাইরে আনা হবে। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে রথ টানার সময় কোনও সমস্যা না হয়, সেই কারণে আগেভাগেই রথগুলি বাইরে বের করে প্রস্তুতি সম্পূর্ণ করা হবে।

ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি হয়েছে বাঁশের ব্যারিকেড। নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকছে পুলিশ ও ইসকনের ৫০ জন স্বেচ্ছাসেবক। রথযাত্রায় অংশ নিতে আরও ৫০ জন বিদেশি ভক্ত আসছেন, যাঁরা এই প্রথমবার জগন্নাথদেবের রথযাত্রায় যোগ দিচ্ছেন। সরকারি অতিথিদের জন্য প্রসাদের বিশেষ ব্যবস্থা করেছে মন্দির ট্রাস্ট। রাধারমণ দাস জানান, “অনসর শেষে প্রভু নতুন পোশাকে সেজে ভক্তদের সঙ্গে নয়নমিলন করবেন—এ এক ঐশ্বরিক অনুভূতির মুহূর্ত।” ভক্তদের জন্য বৃহস্পতিবারের রথযাত্রা শুধু ধর্মীয় নয়, আবেগ ও ভক্তিরও এক বিরল উপলক্ষ হতে চলেছে দিঘায়।

আরও পড়ুন – ডুয়ার্সে ফিল্ম সিটি গড়লে বাড়বে কর্মসংস্থান ও পর্যটন: দাবি বিধায়ক কাঞ্চন মল্লিকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বিজয় হাজারের সঙ্গে খেলতে চান মুস্তাক আলিও! রোহিতের লক্ষ্য কি টি২০-তে প্রত্যাবর্তন?

টি২০ আন্তজার্তিক থেকে অবসর নেওয়ার পরও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে(Syed Mushtaq Ali Trophy) খেলতে চলেছেন রোহিত শর্মা(Rohit Sharma)।...

ওয়াকফের নামে গুজব ছড়ানো হচ্ছে, কান দেবেন না: সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

"সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। ওয়াকফ নিয়ে আমরা কিছু করিনি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমরা বিধানসভায়...

বাগদানের পর বিজয়ের সঙ্গে সম্পর্কে ফাটল রশ্মিকার! বিয়ে নিয়ে মুখ খুললেন নায়িকা

বিনোদন জগতের তারকাদের অনস্ক্রিন কেমিস্ট্রি যদি অফস্ক্রিনে ধরা দেয় তাহলে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়ে যায় অনুরাগীদের...

সাগরদিঘিতে নতুন ইউনিট, কবে থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্রের সুপার পাওয়ার ইউনিটের কাজ শেষ। এবার এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে। বৃহস্পতিবার...