১৫ দিনের অনসর শেষে বৃহস্পতিবার জগন্নাথ দর্শন, হবে নেত্র উৎসব 

Date:

Share post:

১৫ দিনের অনসর পর্ব শেষে বৃহস্পতিবার থেকে আবার ভক্তদের জন্য উন্মুক্ত হচ্ছে জগন্নাথধামের দরজা। মন্দির সূত্রে জানা গিয়েছে, ভোরে নেত্র উৎসবের মাধ্যমে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নতুন বেশে আত্মপ্রকাশ করবেন ভক্তদের সামনে। সকাল ৬টা থেকে খুলে যাবে দর্শনের জন্য মন্দিরের মূল গেট, ভক্তরা প্রবেশ করবেন প্রধান ফটক দিয়ে এবং ৬ নম্বর গেট দিয়ে বেরোবেন।

বুধবারই দিঘায় এসে পৌঁছেছেন কলকাতা ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাস এবং ৫০ জন বিদেশি ইসকন ভক্ত, যাঁরা রথযাত্রার বিভিন্ন আচারবিধিতে অংশ নেবেন। রথের রশিও ইতিমধ্যেই পৌঁছে গেছে দিঘায়। বৃহস্পতিবার সকালে হবে প্রতীকী স্নান এবং মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হবে দিনের আনুষ্ঠানিকতা। দীর্ঘ অনসরের পর এদিনই প্রভুকে অন্নভোগ নিবেদন করা হবে—এলাহি আয়োজন থাকছে ৫৬ ভোগের।

বিকেল ৩টে নাগাদ শুরু হবে রশি পুজো, যেখানে অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইসকনের সন্ন্যাসীরা রথের সামনে পুজো সম্পন্ন করবেন। এরপর দক্ষিণ গেট দিয়ে তিনটি রথকে বাইরে আনা হবে। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, যাতে রথ টানার সময় কোনও সমস্যা না হয়, সেই কারণে আগেভাগেই রথগুলি বাইরে বের করে প্রস্তুতি সম্পূর্ণ করা হবে।

ভক্তদের নিরাপত্তার কথা মাথায় রেখে তৈরি হয়েছে বাঁশের ব্যারিকেড। নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকছে পুলিশ ও ইসকনের ৫০ জন স্বেচ্ছাসেবক। রথযাত্রায় অংশ নিতে আরও ৫০ জন বিদেশি ভক্ত আসছেন, যাঁরা এই প্রথমবার জগন্নাথদেবের রথযাত্রায় যোগ দিচ্ছেন। সরকারি অতিথিদের জন্য প্রসাদের বিশেষ ব্যবস্থা করেছে মন্দির ট্রাস্ট। রাধারমণ দাস জানান, “অনসর শেষে প্রভু নতুন পোশাকে সেজে ভক্তদের সঙ্গে নয়নমিলন করবেন—এ এক ঐশ্বরিক অনুভূতির মুহূর্ত।” ভক্তদের জন্য বৃহস্পতিবারের রথযাত্রা শুধু ধর্মীয় নয়, আবেগ ও ভক্তিরও এক বিরল উপলক্ষ হতে চলেছে দিঘায়।

আরও পড়ুন – ডুয়ার্সে ফিল্ম সিটি গড়লে বাড়বে কর্মসংস্থান ও পর্যটন: দাবি বিধায়ক কাঞ্চন মল্লিকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কেরলে নিহত পরিযায়ী শ্রমিকের দেহ নিয়ে গ্রামে পৌঁছল তৃণমূল নেতৃত্ব

রাজ্যে হোক বা রাজ্যের বাইরে। বাংলার মানুষের পাশে প্রতিনিয়ত রয়েছে বাংলার প্রশাসন ও শাসকদল তৃণমূল কংগ্রেস। কেরলেয় নিহত...

বিশ্বসেরা ২ বঙ্গ তনয়া: টেবিল টেনিস ডাবলস ব়্যাঙ্কিংয়ে শীর্ষে সিন্ড্রেলা-দিব্যাংশী, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বাংলার মুকুটে বিশ্বসেরায় নয়া পালক। বিশ্ব টেবিল টেনিসের (TT) অনূর্ধ্ব-১৯ মহিলাদের ডাবলস ব়্যাঙ্কিংয়ে (World Ranking) শীর্ষস্থানে দুই বঙ্গ...

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি: শীঘ্র খুলবে দুধিয়া সেতু, জানাচ্ছে প্রশাসন

দুধিয়া-মিরিক সড়কের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। প্রশাসনের বরাত অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে এই গুরুত্বপূর্ণ সড়কে যান...

সময়সীমা পার: বিজেপির সরকার বাংলাদেশ থেকে ফেরালো না বাঙালিদের, সরব তৃণমূল

আদালতের নির্দেশ উপেক্ষা করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া বাঙালিদের ভারতে ফেরানোর ব্যবস্থা নিল না কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। বাংলা...