Sunday, January 11, 2026

দেশ নয়, মোদি আগে! থারুরকে খাড়গের খোঁচার পরেই উড়ে যাওয়ার বার্তা শশীর

Date:

Share post:

কংগ্রেসের শশী থারুর অস্বস্তি যেন কাটতেই চাইছে না। বারবার তার বিরুদ্ধে বিজেপি বিশেষত নরেন্দ্র মোদিকে তোষণের অভিযোগ কংগ্রেসের ভিতরেই উঠেছে। এবার প্রকাশ্যে নাম না করে থারুরকে (Shashi Tharoor) মোদি (Narendra Modi) তোষণকারী বলে অভিযোগ করলেন খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। আর খাড়গের তোপের পরই ইঙ্গিতপূর্ণ পোস্ট শশী থারুরের, যেখানে স্বাধীনভাবে উড়ে যাওয়ার বার্তা দিলেন শশী।

পহেলগাম হামলা পরবর্তীতে রাজনৈতিক দল নির্বিশেষে ও কূটনীতিক প্রতিনিধিরা ৩৩ দেশে পাক বিরোধী প্রচারে যান। সেখানে কংগ্রেসের নির্দিষ্ট করে দেওয়া সাংসদের নাম না নিয়ে বিজেপির পক্ষ থেকেই বেছে নেওয়া হয় শশী থারুরকে। কংগ্রেসের তরফ থেকে অবশ্য আপত্তি তুলে বিতর্ক বাড়ানো হয়নি। তবে প্রতিনিধিদল দেশে ফেরার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন, সেখানে শশী থারুরের সঙ্গে বিশেষভাবে কথা বলেন মোদি। কারণ তাঁকে আমেরিকার মতো দেশে পাঠানো প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন থারুর।

বিজেপির সঙ্গে থারুরের এই সম্প্রীতির ভাব যে এখনও হজম করতে পারেনি কংগ্রেস তা স্পষ্ট বুধবারের খাড়গের বক্তব্যে। খাড়গে বলেন, শশী থারুরের বক্তব্য খুব ভালো তাই তাঁকে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটিতে (CWC) রাখা হয়েছে। অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে আমাদের এক স্বর ছিল। আমরা একসঙ্গে দাঁড়িয়েছিলাম। আমাদের বক্তব্য ছিল সবার আগে দেশ, তবে কিছু মানুষের কাছে মোদিই (Narendra Modi) আগে। দেশ পরে আসে। তাতে আমরা কী করতে পারি।

নাম না করলেও থারুর প্রসঙ্গে বলতে গিয়ে খাড়গে যে মন্তব্য করেছেন তাতে স্পষ্ট তিনি শশী থারুরকেই এই খোঁচা দিয়েছিলেন। এই বক্তব্যের পরেই ইঙ্গিতপূর্ণ পোস্ট থারুরের। সেখানে একটি পাখির ছবি দিয়ে তিনি লেখেন, উড়ে যাওয়ার অনুমতি চেও না। ডানা তোমার নিজের। আর আকাশের মালিক কেউ নয়। আর এই পোস্টের পরেই ফের একবার শশী থারুরের বিজেপিতে যোগ দান নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদি বিজেপির পক্ষ থেকে বা থারুর নিজে সরাসরি সেরকম বার্তা দেননি।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...