Wednesday, November 12, 2025

জোড়া সেঞ্চুরিতে টেস্ট কেরিয়ারে ক্রম তালিকায় সপ্তমে ঋষভ পন্থ

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের হারের মাঝে একটাই যেন প্রাপ্তি। টেস্ট ফর্ম্যাটে কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে (Test Ranking) উঠে এলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ইংল্যান্ডের বিরুদ্ধে হেডিংলীতে বিধ্বংসী পারফরম্যান্স করেছিলেন তিনি। সেখানেই জোড়া সেঞ্চুরি করেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এরপরই টেস্ট কেরিয়ারের ব্যাটারদের তালিকায় সপ্তম স্থানে উঠে এলেন এই তারকা ক্রিকেটার। একইসঙ্গে টেস্টে ব্যাটারদের ক্রম তালিকায় দু ধাপ এগোলেন শুভমন গিলও (Shubman Gill)।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় শিবিরে পাঁচটি সেঞ্চুরি। যদিও ভারত সেই ম্যাচে অবশ্য জিততে পারেনি। সেখানে জোড়া সেঞ্চুরি এসেছে ঋষভ পন্থের ব্যাট থেকে। এর আগে কোনও ভারতীয় ব্যাটারই এই রেকর্ড গড়তে পারেনি। আর উইকেটকিপার ব্যাটার হিসাবে ঋষভ পন্থ (Rishabh Pant) দ্বিতীয়। তাঁর আগে এমন রেকর্ড ছিল শুধু অ্যান্ডি ফ্লাওয়ারের। টেস্ট ফর্ম্যাট হলেও ঋষভ পন্থ কিন্তু প্রথম দিন থেকেই ছিলেন আক্রমণাত্মক মেজাজে। একাই কার্যত প্রতিপক্ষ শিবিরের বোলারদের শেষ করে দিয়েছিলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৩৪ রানের ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ।

দ্বিতীয় ইনিংসেও ভারতের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ভারতীয় দলের এই তরুণ ক্রিকেটার। দ্বিতীয় ইনিংসেও ঋষভের ব্যাট থেকে সেঞ্চুরি ইনিংস। সেখানে ১৪০ বলে ১১৮ রানের ইনিংস খেলেছিলেন ঋষভ পন্থ। ভারত জিতলে যে ম্যাচের সেরাও হতেন ঋষভ পন্থ তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শেষপর্যন্ত তা হয়নি।

তবে একেবারে খালি হাতে থাকতে হচ্ছে পন্থকে। এই পারফরম্যান্সের পরই কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছেছেন ঋষভ পন্থ। এখন টেস্ট ব্যাটারদের তালিকায় সপ্তম স্থানে তিনি।

spot_img

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...