স্যোশাল মিডিয়া ব্যবহার করে উদ্দেশ্য প্রণোদিতভাবে একের পর এক মিথ্যাচার করে চলেছে বিজেপি (BJP)। বাংলাকে নীচু দেখানোর অপচেষ্টায় ভুয়ো খবর বারবার ছড়ানোর পুলিশ হাতেনাতে ধরে ফেলার পরেও বাংলাকে বদনাম করার কারসাজি করেই যাচ্ছেন বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য। সম্প্রতি কলকাতার কসবা থেকে ইসলামিক স্টেট (IS)-এর সঙ্গে যোগ সন্দেহে তিন যুবককে গ্রেফতার করেছে NIA- এই ভুয়ো খবর পোস্ট করেন অমিত মালব্য। বুধবার, স্যোশাল মিডিয়ায় পোস্ট করে সেই দাবি নস্যাৎ করে কলকাতা পুলিশ (Kolkata Police)। স্পষ্ট জানানো হয়, এই খবর সম্পূর্ণ ভুয়ো। এমন কোনও ঘটনাই ঘটেনি। একই সঙ্গে লেখা হয়, ইচ্ছাকৃতভাবে গুজব ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

খবর ছড়ানো হয়েছিল, IS-এর কিছু লিঙ্কম্যান কলকাতায় আত্মগোপন করে রয়েছে। তাদের গ্রেফতার করেছে এনআইএ। কলকাতা পুলিশ স্পষ্ট করে জানিয়েছেন, এই তথ্যই সম্পূর্ণ ভুল। কোনও গ্রেফতারিই হয়নি। কলকাতা পুলিশের তরফে নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়, “সোশ্যাল মিডিয়ায় একটি সম্পূর্ণ মিথ্যা এবং বিদ্বেষপূর্ণ দাবি প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে, আইটি কর্মীর ছদ্মবেশে তিনজন আইসিস-সম্পর্কিত সন্ত্রাসীকে এনআইএ কলকাতার কসবা থেকে গ্রেফতার করেছে। এই কথাটি সম্পূর্ণ মিথ্যে। এনআইএ বা অন্য কোনও তদন্তকারী সংস্থা এই ধরনের কোনও গ্রেফতার করেনি।“

কলকাতা পুলিশ (Kolkata Police) স্পষ্ট জানিয়েছে, “এই ধরনের ভুল তথ্য কেবল ভিত্তিহীনই নয় বরং অপ্রয়োজনীয় আতঙ্ক তৈরি এবং আইনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে। যাঁরা ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছেন তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।“

🚫 Fake News Alert 🚫
A completely false and malicious claim is being circulated on social media, alleging that three ISIS-linked terrorists disguised as IT workers have been arrested from Kasba, Kolkata by the NIA.
🔴 𝐓𝐡𝐢𝐬 𝐢𝐬 𝐞𝐧𝐭𝐢𝐫𝐞𝐥𝐲 𝐮𝐧𝐭𝐫𝐮𝐞. 𝐍𝐨 𝐬𝐮𝐜𝐡…
— Kolkata Police (@KolkataPolice) June 25, 2025
সবার কাছে কলকাতা পুলিশের আবেদন, “আমরা জনসাধারণকে যাচাই না করা বিষয়বস্তু ফরোয়ার্ড বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি। সরকারি সূত্র বিশ্বাস করুন। খবর ছাড়ানোর আগে যাচাই করুন“।
আরও খবর: গাড়ি চাপায় মৃত্যু: প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহনের গাড়ি বাজেয়াপ্ত

–

–

–

–

–

–

–
–
–
–
–