Tuesday, November 4, 2025

ক্রিকেটের বাইশগজে রিঙ্কু সিং (Rinku Singh) দাপিয়ে বেড়াচ্ছেন। আইপিএলের (IPL) মঞ্চ থেকে উথ্থান হলেও দেশের জার্সিতেও খুব একটা পিছিয়ে নেই এই তরুণ তারকা। এবার সেই রিঙ্কু সিংই বাইশগজের বাইরে শুরু করতে চলেছে নতুন ইনিংস। উত্তর প্রদেশ (Uttarpradesh) সরকার এবার তাঁকে জেলা মৌলিক শিক্ষা (BSA) কর্মকর্তা পদে নিয়োগ করতে চলেছে উত্তর প্রদেশ। কিন্তু কোন গ্রেডে চাকরি পাচ্ছেন রিঙ্কু সিং (Rinku Singh)। সেই নিয়েও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জোর জল্পনা।

জেলা মৌলিক শিক্ষা কর্মকর্তা হিসাবে একেবারে গ্রেড-এ আধিকারিক হিসাবে দায়িত্ব গ্রহন করছেন রিঙ্কু সিং (Rinku Singh)। আর সেটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তা বলার অপেক্ষা রাখে না। শিক্ষার উন্নতির ক্ষেত্রে জেলা শিক্ষা কর্মকর্তার গিরুত্ব অপরিসীম। এই পদে শিক্ষা বিভাগকে বিশেষ নেতৃত্ব দিতে হয়। এবার সেই পদেই ভারতীয় দলের এই তরুণ তারকা ক্রিকেটারকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই চাকরির মূল বেতন হল ৫৬,১০০ টাকা। সেইসঙ্গে অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর বেতনের পরিমাণও বাড়তে থাকে। বছর বৃদ্ধির পাশাপাশি বেতনের সর্বোচ্চ সীমা হতে পারে ১,৭৭,৫০০ টাকা। রিঙ্কুর এই পদ পাওয়ার পাশাপাশি অনেক সুযোগ সুবিধাও পাচ্ছেন। তিনি সরকারী বাড়ি পাওয়ার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। এছাড়া পেনসনের আওতাতেও পড়বেন তিনি।

কয়েকদিন আগেই বাগদান হয়েছে রিঙ্কু সিংয়ের। এবার উত্তর প্রদেশ সরকারের তরফে এই বিশেষ চাকরি। সব মিলিয়ে রিঙ্কুর সময়টা বেশ ভালোই চলছে।

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version