Tuesday, November 4, 2025

অবশেষে ইতিহাস গড়লেন শুভাংশু, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন প্রথম ভারতীয় মহাকাশচারী 

Date:

Share post:

৪১ বছর পর অবশেষে ফের একজন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছালেন।  ২৮ ঘণ্টার যাত্রা শেষে ২৬ জুন বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ ISS–এ ডকিং প্রক্রিয়া সম্পন্ন হল। যা ভারতের কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফলভাবে পৌঁছানোর জন্য শুভাংশু শুক্লা ও তাঁর সহ-অভিযাত্রী দলকে শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফলভাবে পৌঁছলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ও তাঁর সহ-অভিযাত্রী দল। অ্যাক্সিয়ম মিশন ৪-এর অন্তর্গত এই অভিযানে অংশ নিয়ে শুভাংশু প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পা রাখলেন — যা নিঃসন্দেহে এক ঐতিহাসিক মাইলফলক।

এই সাফল্য শুধু শুভাংশুর ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং ভারতের মহাকাশবিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে এক বিশাল অগ্রগতি। এটি প্রমাণ করে, ভারত আজ বিশ্বের অন্যতম প্রধান মহাকাশযাত্রী দেশ হিসেবে নিজের স্থান পাকা করেছে।

এই অসাধারণ কৃতিত্বের জন্য গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ও তাঁর পুরো দলকে জানাই আন্তরিক অভিনন্দন। তাঁর এই অভিযাত্রা প্রতিটি ভারতবাসীর গর্বের বিষয়। তোমার এই অভিযাত্রা আমাদের সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছে, শুভাংশু। আমরা গর্বিত, আমরা কৃতজ্ঞ। জয় হিন্দ!

প্রসঙ্গত, ২৫ জুন (বুধবার), ভারতীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে আমেরিকার ফ্লোরিডা থেকে স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটে করে যাত্রা শুরু করেন ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। শুরুতে, ২৫ মে যাত্রার দিন ধার্য করা হলেও বারদুয়েক পিছিয়ে শেষে বুধবার যাত্রা করেন তাঁরা। এই বিশেষ মহাকাশ যাত্রায় তাঁর সঙ্গে আছেন, পেগি হুইটসন (আমেরিকা কমান্ডার), টিবোর কাপু (হাঙ্গেরি), স্লাওশ উজনানস্কি (পোল্যান্ড)।

Ax-4 মিশনের অধীনে মহাকাশে ১৪ দিন থাকবেন শুভাংশুরা। এই সময়ে তারা বিভিন্ন গবেষণায় অংশ নেবেন, যার মধ্যে রয়েছে: ভারতীয় ফসল (মেথি, মুগ ডাল) চাষ, সায়নোব্যাকটেরিয়ার বৃদ্ধি সংক্রান্ত গবেষণা, চোখ ও ত্বকের ওপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব, ISRO-র পাঠানো সাতটি এক্সপেরিমেন্ট, বাচ্চাদের জন্য STEM প্রকল্পের অংশ হিসেবে ‘Joy’ নামক একটি সফট টয় পাঠানো।

শুভাংশু তাঁর মহাকাশ অভিযানে সঙ্গে করে নিয়ে গেছেন ভারতীয় খাবার, গাজরের হালুয়া ও মুগ ডালের মিষ্টি। এছাড়াও, তাঁর প্রিয় শাহরুখ খানের গান ‘ইউঁ হি চলা চল রাহি’ (স্বদেশ)। এছাড়াও ভারতীয় খাবারের পাশাপাশি স্পেস ফুড, যা মহাকাশে পুষ্টি ও স্বাদ বজায় রাখবে।

আরও পড়ুন – ব্ল্যাক বক্সের তথ্য উদ্ধার! অভিশপ্ত আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রহস্য উদঘাটনের পথে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...