Friday, December 19, 2025

অবশেষে ইতিহাস গড়লেন শুভাংশু, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন প্রথম ভারতীয় মহাকাশচারী 

Date:

Share post:

৪১ বছর পর অবশেষে ফের একজন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছালেন।  ২৮ ঘণ্টার যাত্রা শেষে ২৬ জুন বৃহস্পতিবার বিকেল ৪টা ৩০ মিনিট নাগাদ ISS–এ ডকিং প্রক্রিয়া সম্পন্ন হল। যা ভারতের কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফলভাবে পৌঁছানোর জন্য শুভাংশু শুক্লা ও তাঁর সহ-অভিযাত্রী দলকে শুভেচ্ছা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফলভাবে পৌঁছলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ও তাঁর সহ-অভিযাত্রী দল। অ্যাক্সিয়ম মিশন ৪-এর অন্তর্গত এই অভিযানে অংশ নিয়ে শুভাংশু প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) পা রাখলেন — যা নিঃসন্দেহে এক ঐতিহাসিক মাইলফলক।

এই সাফল্য শুধু শুভাংশুর ব্যক্তিগত কৃতিত্ব নয়, বরং ভারতের মহাকাশবিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে এক বিশাল অগ্রগতি। এটি প্রমাণ করে, ভারত আজ বিশ্বের অন্যতম প্রধান মহাকাশযাত্রী দেশ হিসেবে নিজের স্থান পাকা করেছে।

এই অসাধারণ কৃতিত্বের জন্য গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ও তাঁর পুরো দলকে জানাই আন্তরিক অভিনন্দন। তাঁর এই অভিযাত্রা প্রতিটি ভারতবাসীর গর্বের বিষয়। তোমার এই অভিযাত্রা আমাদের সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছে, শুভাংশু। আমরা গর্বিত, আমরা কৃতজ্ঞ। জয় হিন্দ!

প্রসঙ্গত, ২৫ জুন (বুধবার), ভারতীয় সময় দুপুর ১২টা ১ মিনিটে আমেরিকার ফ্লোরিডা থেকে স্পেসএক্স-এর ফ্যালকন ৯ রকেটে করে যাত্রা শুরু করেন ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। শুরুতে, ২৫ মে যাত্রার দিন ধার্য করা হলেও বারদুয়েক পিছিয়ে শেষে বুধবার যাত্রা করেন তাঁরা। এই বিশেষ মহাকাশ যাত্রায় তাঁর সঙ্গে আছেন, পেগি হুইটসন (আমেরিকা কমান্ডার), টিবোর কাপু (হাঙ্গেরি), স্লাওশ উজনানস্কি (পোল্যান্ড)।

Ax-4 মিশনের অধীনে মহাকাশে ১৪ দিন থাকবেন শুভাংশুরা। এই সময়ে তারা বিভিন্ন গবেষণায় অংশ নেবেন, যার মধ্যে রয়েছে: ভারতীয় ফসল (মেথি, মুগ ডাল) চাষ, সায়নোব্যাকটেরিয়ার বৃদ্ধি সংক্রান্ত গবেষণা, চোখ ও ত্বকের ওপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব, ISRO-র পাঠানো সাতটি এক্সপেরিমেন্ট, বাচ্চাদের জন্য STEM প্রকল্পের অংশ হিসেবে ‘Joy’ নামক একটি সফট টয় পাঠানো।

শুভাংশু তাঁর মহাকাশ অভিযানে সঙ্গে করে নিয়ে গেছেন ভারতীয় খাবার, গাজরের হালুয়া ও মুগ ডালের মিষ্টি। এছাড়াও, তাঁর প্রিয় শাহরুখ খানের গান ‘ইউঁ হি চলা চল রাহি’ (স্বদেশ)। এছাড়াও ভারতীয় খাবারের পাশাপাশি স্পেস ফুড, যা মহাকাশে পুষ্টি ও স্বাদ বজায় রাখবে।

আরও পড়ুন – ব্ল্যাক বক্সের তথ্য উদ্ধার! অভিশপ্ত আহমেদাবাদ বিমান দুর্ঘটনার রহস্য উদঘাটনের পথে 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কেকেআরের মালিকানার পরিবর্তন! দলের শেয়ার বিক্রি করছেন জুহি?

বছর শেষের আগেই নাইট শিবিরে ফাটল! আরসিবি এবং রাজস্থান রয়্যালসের পর এবার মালিকানা পরিবর্তনের সম্ভবনা কলকাতা নাইট রাইডার্সেও(KKR)।...

রাস্তা উদ্বোধনেই উন্নয়ন! শনিতে মতুয়াদের মোদির দেওয়া প্রতিশ্রুতির মূল্য নেই, দাবি তৃণমূলের

মতুয়া অধ্যুষিত নদিয়ার তাহেরপুরে বিজেপির ভোট ফেরানোর চেষ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসআইআরে সবথেকে ক্ষতির মুখে বাংলার মতুয়া (Matua)...

জুবিন-মৃত্যুতে খুনের তত্ত্ব ওড়ালো সিঙ্গাপুর: পুলিশি তদন্তে প্রকাশ

শিল্পী জুবিন গর্গের মৃত্যুতে খুনের অভিযোগ তুলে এখনও পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে অসমের বিজেপি শাসিত প্রশাসন। যার মধ্যে...

স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে রাজ্যে আরও ২৩০ কোটি টাকা খরচ, বেশ কিছু অর্থ দেবে রাজ্য

স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission) প্রকল্পে রাজ্যে (State) আরও ২৩০ কোটি টাকা খরচ হতে চলেছে। পঞ্চায়েত দফতর...