Sunday, August 24, 2025

তৃণমূলই ভাঙবে বামেদের ৩৪ বছরের রেকর্ড, আজীবন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই, দাবি ব্রাত্যর

Date:

তৃণমূল কংগ্রেস রাজ্যে বামেদের ৩৪ বছরের শাসনের রেকর্ড অবলীলায় ভেঙে দেবে—এমনই দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৃহস্পতিবার হাওড়ার প্রাথমিক শিক্ষা সংসদের এক অনুষ্ঠানে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আরও বহু বছর রাজ্যে ক্ষমতায় থাকবে। আজীবন মুখ্যমন্ত্রী থাকবেন তিনিই, যদি না ২০২৯ সালে দিল্লির বৃহৎ দায়িত্ব তাঁকে নিতে হয়।”

শিক্ষামন্ত্রীর কথায়, “তিনি এখনও সম্পূর্ণ ফিট। সারা রাজ্য ঘুরে মানুষের সঙ্গে যুক্ত রয়েছেন। একের পর এক উন্নয়নমূলক কাজ করে সাধারণ মানুষের ভালবাসা এবং আশীর্বাদ পেয়েছেন। তাঁর বিকল্প নেই।” একইসঙ্গে তিনি আশ্বস্ত করেন, রাজ্যের শিক্ষক মহলও তৃণমূলের পাশেই রয়েছে। বিরোধীরা যতই বিভ্রান্তির চেষ্টা করুক, শিক্ষকেরা জানেন মুখ্যমন্ত্রী তাঁদের পাশে আছেন।

ব্রাত্য বসু জানান, “মামলা মামলার জায়গায় রয়েছে। তাতে শিক্ষাক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না। স্নাতক স্তরে অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু রয়েছে।” এদিন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন, যদিও নাম উল্লেখ করেননি। তাঁর বক্তব্য, “কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, কিন্তু মানুষ ঠিক বুঝে নিচ্ছেন কে তাঁদের পাশে আছে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের মেন্টর রাজীব বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। তৃণমূল কংগ্রেস যে রাজ্যের রাজনৈতিক মানচিত্রে দীর্ঘস্থায়ী হতে চলেছে, তা এদিন কার্যত স্পষ্ট করে দেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন – অপারেশন বিহালি: অমরনাথ যাত্রা শুরুর আগেই উধমপুরে নিকেশ জইশ জঙ্গি

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version