Sunday, December 7, 2025

মধুসূদনের বাড়ি পুনরুদ্ধারের চেষ্টা ফিরহাদের, বন্ধ ২০বি কার্ল মার্কস সরণির প্রোমোটিংয়ের কাজ

Date:

Share post:

খিদিরপুরের ২০বি কার্ল মার্কস সরণির মাইকেল মধুসূদন দত্তের(Michael Madhusudan Dutt) পৈত্রিক ভিটে রক্ষার উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। প্রোমোটিংয়ের জন্যে বাড়িটির হস্তান্তর প্রক্রিয়া চললেও, তা আপাতত থামিয়ে দিয়েছে পুর কর্তৃপক্ষ। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) স্পষ্ট জানান, “মধুসূদন দত্তের বাড়ি হস্তান্তর হচ্ছিল। আমরা পুরসভা থেকে আটকে দিয়েছি। প্রোমোটিং করতে দিচ্ছি না। শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নিতে হবে। ফান্ড জোগাড় করতে হবে, যাতে বাড়িটি পুনরুদ্ধার করা যায়।” পুরসভা সূত্রে খবর, আপাতত ওই বাড়িতে সমস্ত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। কোনও প্ল্যানে অনুমতিও দেওয়া হচ্ছে না। কলকাতা পুরসভার হেরিটেজ কমিটির ‘গ্রেড ২এ’ তালিকাভুক্ত এই ইমারত রক্ষা করতে পুরসভা আদালতের দ্বারস্থ হয়েছে।

এই বাড়িটি সত্যিই কবি মধুসূদন দত্তের (Michael Madhusudan Dutt) ছিল কি না, তা প্রমাণ করতে ঐতিহাসিক দলিল খুঁজছে পুরসভার হেরিটেজ কমিটি। যোগাযোগ করা হয়েছে ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প-এর সঙ্গে। এক হেরিটেজ কর্তা জানান, যদি কোনোভাবে প্রমান করা যায় যে এটি মধুসূদনের পৈত্রিক বাড়ি তাহলেই অনেক সমস্যা মিটে যাবে। ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছে পুরসভার হেরিটেজ কমিটি। মধুসূদন যে তাঁর ভিটে বিক্রি করেছিলেন বন্ধু কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ভাই হরিমোহন বন্দ্যোপাধ্যায়কে—এই তথ্যও ইতিহাস খুঁড়ে সামনে এনেছে পুরসভা।

সাহিত্য পরিষদের পত্রিকা ২০০৬ সালের মার্চ সংখ্যায় উল্লেখ করা হয়েছে, “২০ নং কার্ল মার্কস সরণি খিদিরপুরের বাড়িটি রামনারায়ণ বসু হস্তান্তরিত করেন রাজনারায়ণ দত্তকে। রাজনারায়ণ ১৮৩৭ সালে তাঁর পুত্র মধুসূদনকে নিয়ে ওই বাড়িতে আসেন। মধুসূদন বহু বছর এখানে থেকেছেন এবং এখান থেকেই হিন্দু কলেজে যাতায়াত করতেন। খ্রিস্টধর্ম গ্রহণ করার পর তিনি এই পিতৃগৃহ ত্যাগ করেন এবং বিদেশ যাত্রার আগে বাড়িটি বিক্রি করে দেন।” পুর-সূত্রে আরও জানা যাচ্ছে, কবির বিক্রির দলিল ও বিভিন্ন বাড়িতে তাঁর বসবাস সংক্রান্ত তথ্য সংগ্রহে বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা চলছে। ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, “মধুসূদন দত্ত কোন বাড়িতে দীর্ঘদিন ধরে থেকেছেন, তা চিহ্নিত করে দিতে হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছি।” আরও পড়ুন :রাজ্যবাসীকে রথযাত্রার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, দিঘা জগন্নাথ ধামের উল্লেখ করে পোস্ট অভিষেকের

spot_img

Related articles

হাসপাতালে ভর্তি নচিকেতা, খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ অনুরাগীদের

হার্টের সমস্যা নিয়ে মধ্যরাতে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হলেন নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। আপাতত অবস্থা স্থিতিশীল। গায়কের...

চারদিন পর কিছুটা ছন্দে পরিষেবা! রবিতে বাতিল শতাধিক বিমান

চারদিন পরে কিছুটা স্বাভাবিক চেহারা দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলির। রবিবার থেকে পরিষেবা বেশ খানিকটা স্বাভাবিক হওয়ার দাবি করছে উড়ান...

রাজ্যের থেকে বিনামূল্যে জমি নিয়েও যোগা হাসপাতাল হলো না কেন, কেন্দ্রের ব্যর্থতায় ক্ষুব্ধ চিকিৎসকরা

কেন্দ্র কথা দিয়েছিল যোগা হাসপাতাল হবে। কিন্তু কথা রাখল কই? পশ্চিমবঙ্গ সরকার (Govt of WB) জমি বিনামূল্যে জমি...

নোদাখালি জঙ্গলে এক মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে! 

দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালিতে (Nodakhali, North 24 parganas) বাড়ির পাশে জঙ্গল থেকে ৪০ বছর বয়সী এক মহিলার অর্ধনগ্ন...