Sunday, November 16, 2025

মধুসূদনের বাড়ি পুনরুদ্ধারের চেষ্টা ফিরহাদের, বন্ধ ২০বি কার্ল মার্কস সরণির প্রোমোটিংয়ের কাজ

Date:

Share post:

খিদিরপুরের ২০বি কার্ল মার্কস সরণির মাইকেল মধুসূদন দত্তের(Michael Madhusudan Dutt) পৈত্রিক ভিটে রক্ষার উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। প্রোমোটিংয়ের জন্যে বাড়িটির হস্তান্তর প্রক্রিয়া চললেও, তা আপাতত থামিয়ে দিয়েছে পুর কর্তৃপক্ষ। মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) স্পষ্ট জানান, “মধুসূদন দত্তের বাড়ি হস্তান্তর হচ্ছিল। আমরা পুরসভা থেকে আটকে দিয়েছি। প্রোমোটিং করতে দিচ্ছি না। শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত নিতে হবে। ফান্ড জোগাড় করতে হবে, যাতে বাড়িটি পুনরুদ্ধার করা যায়।” পুরসভা সূত্রে খবর, আপাতত ওই বাড়িতে সমস্ত নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। কোনও প্ল্যানে অনুমতিও দেওয়া হচ্ছে না। কলকাতা পুরসভার হেরিটেজ কমিটির ‘গ্রেড ২এ’ তালিকাভুক্ত এই ইমারত রক্ষা করতে পুরসভা আদালতের দ্বারস্থ হয়েছে।

এই বাড়িটি সত্যিই কবি মধুসূদন দত্তের (Michael Madhusudan Dutt) ছিল কি না, তা প্রমাণ করতে ঐতিহাসিক দলিল খুঁজছে পুরসভার হেরিটেজ কমিটি। যোগাযোগ করা হয়েছে ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প-এর সঙ্গে। এক হেরিটেজ কর্তা জানান, যদি কোনোভাবে প্রমান করা যায় যে এটি মধুসূদনের পৈত্রিক বাড়ি তাহলেই অনেক সমস্যা মিটে যাবে। ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্পের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছে পুরসভার হেরিটেজ কমিটি। মধুসূদন যে তাঁর ভিটে বিক্রি করেছিলেন বন্ধু কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ভাই হরিমোহন বন্দ্যোপাধ্যায়কে—এই তথ্যও ইতিহাস খুঁড়ে সামনে এনেছে পুরসভা।

সাহিত্য পরিষদের পত্রিকা ২০০৬ সালের মার্চ সংখ্যায় উল্লেখ করা হয়েছে, “২০ নং কার্ল মার্কস সরণি খিদিরপুরের বাড়িটি রামনারায়ণ বসু হস্তান্তরিত করেন রাজনারায়ণ দত্তকে। রাজনারায়ণ ১৮৩৭ সালে তাঁর পুত্র মধুসূদনকে নিয়ে ওই বাড়িতে আসেন। মধুসূদন বহু বছর এখানে থেকেছেন এবং এখান থেকেই হিন্দু কলেজে যাতায়াত করতেন। খ্রিস্টধর্ম গ্রহণ করার পর তিনি এই পিতৃগৃহ ত্যাগ করেন এবং বিদেশ যাত্রার আগে বাড়িটি বিক্রি করে দেন।” পুর-সূত্রে আরও জানা যাচ্ছে, কবির বিক্রির দলিল ও বিভিন্ন বাড়িতে তাঁর বসবাস সংক্রান্ত তথ্য সংগ্রহে বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা চলছে। ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানান, “মধুসূদন দত্ত কোন বাড়িতে দীর্ঘদিন ধরে থেকেছেন, তা চিহ্নিত করে দিতে হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছি।” আরও পড়ুন :রাজ্যবাসীকে রথযাত্রার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, দিঘা জগন্নাথ ধামের উল্লেখ করে পোস্ট অভিষেকের

spot_img

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...