বকেয়া ২৫% DA মেটাতে আরও ৬ মাস সময় চেয়ে শীর্ষ আদালতে আবেদন রাজ্যের

Date:

Share post:

সরকারি কর্মীদের বকেয়া ২৫ শতাংশ ডিএ (DA) মেটানোর জন্য সুপ্রিম কোর্টের (Supreme Court) কাছে আরও সময় চাইল রাজ্য। শুক্রবার শীর্ষ আদালতে এই সংক্রান্ত মামলার শুনানিতে আরও ৬ মাস সময় চেয়ে রাজ্যের তরফে জানানো হয়েছে, বকেয়া মহার্ঘভাতা দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষের বাজেটে বরাদ্দ নেই। পাশপাশি রাজ্যের প্রস্তাব, যেহেতু আদালতের নির্দেশ পুনর্বিবেচনার আবেদন করা হচ্ছে, সেই কারণে প্রদেয় অর্থ আদালতের কাছে জমা রাখা হোক।

ডিএ মামলার শুনানিতে ১৬ মে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চের নির্দেশ দেয়, আগামী ৪ সপ্তাহের মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে হবে। ২৭ তারিখই সেই সময়সীমা পেরিয়ে যাচ্ছে। তবে, এখনও মহার্ঘভাতা পাননি সরকারি কর্মীরা। শুক্রবার, এক সরকারি কর্মীর হয়ে আইনজীবী ফিরদৌস শামিম আদালত অবমাননার মামলা দায়ের করেন।

আগেই রাজ্যের তরফে এদিন শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন জানানো হয়েছে। বকেয়া DA মেটানো জন্য আরও ৬ মাস সময় চাইল রাজ্য সরকার। নবান্নের তরফে যুক্তি দেওযা হয়েছে, এই অর্থবর্ষের বাজেটে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর জন্য অর্থ সংস্থান ছিল না। সেই কারণে রাজ্য সরকার বকেয়া ডিএ এখনই মেটাতে পারছে না। আরও ৬ মাস সময় দাবি করেছে নবান্ন।

কাজেই রাজ্যের কোষাগারে আর্থিক টানের কারনেই বকেয়া DA-র টাকা রাজ্য সরকারের পক্ষে এখনই দেওয়া সম্ভব নয়। আরও ছ মাস সময় দেওয়া হোক, সুপ্রিম কোর্টে লিখিত আবেদন জানালো পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও আবেদনে আরোও বলা হয়েছে কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করার দাবি জানাতে পারে না রাজ্য সরকারের কর্মীরা, রাজ্যের লিখিত আবেদনে এমনই যুক্তি দেওয়া হয়েছে। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে আর্থিক সমস্যার কথাও। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রিতে শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের তরফে লিখিত আবেদন করা হয়েছে।
আরও খবরকাঁঠাল চুরি করতে গিয়ে মগডালে উঠে বিপত্তি! হাসপাতালে ঠাঁই যুবকের

সুপ্রিম কোর্টে ডিএর রাজ্য সরকারের তরফে ১১৯ পাতার আবেদন জমা দেওয়া হয়েছে। একাধিক কেন্দ্রীয় প্রকল্পে বাংলার কিভাবে আর্থিক বরাদ্দ আটকে রাখা হয়েছে তার ক্ষতিয়ান তুলে ধরা হয়েছে।মোট ১লক্ষ ৮৭ হাজার কোটি টাকা বাংলার বকেয়া টাকা য়া কেন্দ্রের কাছে পাওনা। বিপুল পরিমান অর্থ বাংলার মানুষের প্রাপ্য টাকা। জিএস টি বাবদ ১৮৭১৪২ কোটি টাকা। একদিকে কেন্দ্রের বঞ্চনা অন্যদিকে গত তিন বছরে রাজ্যে সরকারের বিভিন্ন প্রকল্প বাবদ খরচ বেড়েছে আবেদনে স্পষ্ট জানানো হয়েছে। গত ১৬মে সুপ্রিম কোর্টে ডিএ মামলায় বিচারপতি সঞ্জয় কিশান কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল আগামী ৪ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ ২৫% মিটিয়ে দিতে হবে বলে জানিয়ে দেয়। কিন্ত ওই দিন রাজ্যের তরফে বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি বারবার এই যুক্তি দেখান, ডিএ রাজ্য সরকারি কর্মীদের সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে না।

spot_img

Related articles

শংসাপত্র জমা না দিলে সংরক্ষণের সুবিধা মিলবে না, জানাল এসএসসি

নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা। উত্তরপত্রও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। এরই মাঝে কমিশনের তরফে জানানো হয়েছিল,...

উত্তরবঙ্গে হাতির গতিবিধি নজরদারিতে বিশেষ অ্যাপ চালু বন দফতরের 

উত্তরবঙ্গের জঙ্গলাঞ্চলে হাতির অবস্থান ও চলাচল নিয়ে এবার ডিজিটাল উদ্যোগ নিল রাজ্য বন দফতর। কার্শিয়াং বনবিভাগ ও একাধিক...

দুর্গাপুজোয় ঘরে ফেরায় অসুর বিমানভাড়া!

দুর্গাপুজো (Durga Pujo) মানেই বাঙালির আবেগ, ঘরে ফেরার টান। আবার অনেকে বাইরে থেকে কলকাতার (Kolkata) দুর্গাপুজো দেখতেও আসেন।...

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের, ছাড়পত্র মন্ত্রিসভার বৈঠকে

হিন্দুস্তান মোটরসের বন্ধ কারখানার (Factory) জমিতে নতুন শিল্প গড়ার প্রক্রিয়া শুরু রাজ্যের। ওই জমির ৩৫৫ একর আনুষ্ঠানিক ভাবে...