Sunday, November 9, 2025

ঘোলা জলে রাজনীতি! তমন্নার বাড়িতে সুকান্ত, মা-বাবার বয়ান রেকর্ড পুলিশের

Date:

উন্নাও-হাথরসে যাননি। নিদেনপক্ষে কার্তিক মহারাজের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করা মহিলার সঙ্গেও দেখা করার সময় পাননি বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mujumder)। তবে, শুক্রবার নদিয়ার কালীগঞ্জে (Kaliganj) মৃত নাবালিকা তমন্না খাতুনের বাড়ি গিয়ে ঘোলা জলে রাজনীতি করতে নেমে পড়লেন তিনি। ঘটনার পরেই কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পুলিশ-প্রশাসনও তৎপর হয়ে একের পর এক গ্রেফতার করে চলেছে। চলছে তদন্তও। তারপরেও গ্রেফতারের দাবি তুলে বালিকার মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। এদিকে, এদিন মৃতার বাবা এবং মায়ের বয়ান রেকর্ড করেছে পুলিশ। সেইসঙ্গে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি নেওয়ার প্রক্রিয়াও চলছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন ঠিক কী ঘটেছিল? হামলার সময় যারা ছিল তাদের মধ্যে চেনা কারা? তমন্নার মায়ের কাছে এই দুটি প্রশ্ন খুঁটিয়ে জানতে চান তদন্তকারীরা। অপরিচিতদের বিবরণও জানতে চাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

এদিন বিকেলে তমন্নার পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি। প্রায় আধঘণ্টা ছিলেন সুকান্ত (Sukanta Mujumder)। তমন্নার মায়ের অভিযোগ, তাঁদের বাড়ি নিশানা করেই বোমা ছোড়া হয়েছিল। আগে সিপিএম (CPIM) করেন বলে দাবি করলেও এদিন তমন্নার মা সাবিনা খাতুন জানান, “আমরা রাজনীতির সঙ্গে যুক্ত নই।’’ তার অভিযোগ, তাঁদের বাড়ির লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছিল। যিনি ছুড়েছেন, তাঁর মেয়ের বন্ধু ছিল তমন্না।

তমন্নার পরিবারের সঙ্গে দেখা করার ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় ঘটা করে পোস্ট করেছেন সুকান্ত। অথচ শুক্রবার সকালে তিনিই সংবাদমাধ্যমে দাবি করেন, তিনি যাচ্ছেন শুনে পরিবারকে নাকি অন্যত্র সরিয়ে দিয়েছে পুলিশ। বাস্তবে বাড়ি গিয়ে সাবিনা-সহ পরিবারের অন্যান্য সদস্যদের বাড়িতেই দেখা পান বিজেপির রাজ্য সভাপতি।

তবে সুকান্তর যাওয়াতে ভরসা নেই মৃতার পরিবারের। তমন্নার মা জানান, ‘‘আমি আগে চাই আমার মেয়ের খুনিদের শাস্তি হোক। তমন্নার জন্য দোয়া করতে যে কেউ আসতে পারেন।’’
আরও খবর: প্রতারণা করে গর্ভপাতে চাপ! কার্তিক মহারাজের গ্রেফতারির দাবি তৃণমূলের

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version