Saturday, November 15, 2025

পর্যটনের লক্ষ্যে সেরা সাফল্য: জগন্নাথ মন্দির বদলে দিয়েছে দিঘার অর্থনীতি

Date:

Share post:

বাংলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল দিঘার জগন্নাথ মন্দির (Jagannath temple)। এমনিতেই সমুদ্রের টানে বারেবারে দিঘায় (Digha) ভিড় জমানো বাঙালি জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরে যেন হাতে চাঁদ পেয়েছেন। তাই সপ্তাহান্তের দিঘা এখন স্থান সঙ্কুলান করতে পারছে না পর্যটকদের (tourists)। যার জেরে আমূল বদলে গিয়েছে গোটা দিঘার অর্থনীতিই (economy)।

শুক্রবার থেকে দিঘায় এই প্রথম শুরু হয়েছে রথযাত্রা। দূর-দূরান্ত থেকে মানুষজন আসছেন দিঘায়। আর তাতেই রথের কয়েকদিনে দিঘার অর্থনৈতিক পরিস্থিতির বদল ঘটবে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। বর্তমানে হাজার ছুঁই-ছুঁই হোটেল। প্রত্যেকদিনই সমস্ত হোটেলগুলি পর্যটকে (tourists) পরিপূর্ণ থাকে। তবে রথের (Rathyatra) এই কয়েকদিনের জন্য আগাম সমস্ত হোটেল বুক হয়ে গিয়েছে। হোটেল মালিক প্রমোতোষ ঘোড়াই জানান, রথের জন্য আগে থেকেই অনেক পর্যটক বুকিং করে নিয়েছেন। এখন আমাদের হোটেলে আগামী এক সপ্তাহ কোনও রুম ফাঁকা নেই।

দিঘায় এই ধরনের অনুষ্ঠানে অর্থনৈতিক পরিকাঠামো অনেক উন্নত হবে। ইতিমধ্যে রথযাত্রাকে কেন্দ্র করে রাস্তার ধারে ধারে বসেছে বিভিন্ন ধরনের দোকান। চারা গাছের পাশাপাশি বসেছে ধর্মীয় উপকরণের দোকান। তাতে মানুষ রথ দেখার পাশাপাশি কেনাকাটাও করছেন। পুতুল বিক্রেতা রামপদ দাস বলেন, রথের (Rathyatra) জন্য এই দোকান নিয়ে এসেছি। সকাল থেকে ভালই মানুষ এসেছেন। বিক্রিবাট্টা ভাল চলছে। এরকম চললে ব্যবসায়ীদের ভালই হবে।

ইতিমধ্যে হোটেলে (hotels) কালোবাজারি রুখতে নয়া ফরমান জারি করেছে জেলা প্রশাসন। তাতে ন্যায্য মূল্য নিতে বাধ্য হচ্ছেন হোটেল ব্যবসায়ীরা। তাতে আরও মানুষ ভিড় জমাচ্ছেন সৈকত শহরে। দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের (DSHA) যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী জানান, রথের সময় বিভিন্ন হোটেলে ভালই বুকিং রয়েছে। পর্যটক এলে ব্যবসায়ীদের অর্থনীতি আরও চাঙ্গা হবে। রথযাত্রার (Rathyatra) জন্য যেভাবে পর্যটক আছেন তা ব্যবসার একটি ভাল দিক।

পূর্ব মেদিনীপুরের বেশ কয়েকটি ব্লকের মানুষের রুজি-রুটি এই দিঘার পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল। জগন্নাথ মন্দির এবং রথের টানে পর্যটকদের আগমনে অর্থনৈতিক পরিকাঠামো উন্নত হবে তাঁদেরও। বদলে যাবে আশেপাশের পরিস্থিতি। ফলে দিঘার অর্থনীতি (economy) যে আগামী দিনে বদলাতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...