Wednesday, August 20, 2025

বাংলাদেশের টেস্ট অধিনায়কের পদ ছাড়লেন নাজমুল হোসেন শান্ত

Date:

শ্রীলঙ্কার কাছে হারের পরই বাংলাদেশের টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। না তাঁর অধিনায়কত্ব ছাড়ার কারণটা অবশ্য টেস্টে হার নয়। বাংলাদেশের (Bangladesh) আলাদা ফর্ম্যাটে আলাদা অধিনায়কের নিয়মে কথা বলেই এবার অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। নিজের এই সিদ্ধান্তের পিছনে যথাযথ কারণও দর্শিয়েছেন এই তারকা ক্রিকেটার। কয়েকদিন আগেই বাংলাদেশের ওডিআই ফর্ম্যাটের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে তাঁকে।

নাজমুল হোসেন শান্ত নাকি টেস্ট এবং ওডিআই দুই ফর্ম্যাটেই অধিনায়ক হিসাবে থাকতে চেয়েছিলেন। কিন্তু বেশ কয়েকদিন আগেই নাজমুলের পরিবর্তে বাংলাদেশের ওডিআই দলের অধিনায়ক হয়েছিলেন মেহিদী হাসান মিরাজ। এছাড়া টেস্টেও নাজমুলের নেতৃত্বে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছিল না বাংলাদেশ। শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে এক ইনিংস ও ৭৮ রানে হেরে গিয়েছিল বাংলাদেশ। তার আগের সিরিজেও হেরেছে তারা।

এরপরই টেস্ট অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে পারফরম্যান্স নয়। বাংলাদেশের আলাদা ফর্ম্যাট, আলাদা অধিনায়ক নীতির সমালোচনা করেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নাজমুল জানিয়েছেন, “এটা ব্যক্তিগত নয়, আমি দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় এটা দলকে অত্যন্ত সাহায্য করবে। বেশ কয়েক বছর ধরেই আমি বাংলাদেশের ড্রেসিংরুমের সদস্য। আমার মনে হয় তিন অধিনাকের এই নীতি একেবারেই সঠিক নয়। আমি জানিনা যে ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেবে। তবে সেই সিদ্ধান্তকে অবশ্যই সমর্থন করব”।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না বাংলাদেশ শিবির। তিনি আলা অধিনায়কের নীতির কথা বললেও, আসল কারণ অন্য কিছু কিনা সেটা তো সময়ই বলবে।

Related articles

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...

স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম! উত্তরপাড়া থানায় আত্মসমর্পণ স্বামীর

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়ের। স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে...

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...
Exit mobile version