Wednesday, August 20, 2025

লম্বা ছয় হাঁকালেন। এরপরই মাঠে লুটিয়ে পড়লেন ব্যাটার। মুহূর্তের মধ্যে সব শেষ। মাঠেই থেমে গেল এক ক্রিকেটারের জীবন। সোশ্যাল মিডিয়াতে সেই ছবিই ছড়িয়ে পড়েছে। ক্রীড়া জগতে ফের যেন নেমে এল শোকের ছায়া। পঞ্জাবের (Punjab) ফিরোজপুরে (Firozpur) ঘটেছে এই ঘটনায়। এমন দূর্ভাগ্য জনক ঘটনা দেখে সকলেই শোকাহত। গুরুতর হার্ট অ্যাটাক। তাতেই শেষ হর্জিৎ সিংয়ের (Harjeet Singh) সমস্ত স্বপ্ন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এই ক্রিকেটারের।

ফিরোজপুরের ডিএভি স্কুল গ্রাউন্ডে একটি ক্রিকেট ম্যাচ চলছিল। সেখানেই তখন ব্যাটিং করছিলেন হর্জিৎ সিং (Harjeet Singh)। প্রতিপক্ষ বোলার যকন বোলিং করছিলেন সবকিছু ঠিকই ছিল। সামনে এগিয়ে এসে বড় ছয়ও হাঁকান তিনি। এরপরই বিপত্তি। ছয় মারার পরই ক্রিজের একেবারে মাঝখানে এসে বসে পড়েন হর্জিৎ। এরপরই জ্ঞান হারান তিনি। মাটিতে লুটিয়ে পড়েন।

সতীর্থরা সঙ্গে সঙ্গে তাঁর কাছে চলে আসেন। সিপিআর দেওয়ার চেষ্টাও চলে। কিন্তু ততক্ষণে সব শেষ। ক্রিকেট মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গুরুতর হার্ট অ্যাটাক। আর তাতেই সব শেষ হয়ে যায় মুহূর্তের মধ্যে। আর এই ঘটনাতেই গোটা ক্রিকেট দুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। সোশ্যাল মিডিয়া জুড়ে শোকজ্ঞাপন করছেন সকলে।

গত বছর মুম্বইতেও এমনই একটা ঘটনা ঘটেছিল। ক্রিকেট খেলতে খেলতেই ৪২ বছর বয়সে প্রাণ হারিয়েছিলেন এক ব্যক্তি। তিনিও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। একের পর এক এমন ঘটনায় সকলেই যেন হতবাক।

Related articles

সেমিফাইনালের প্রথমার্ধে ইস্টবেঙ্গলকে রুখে দিল DHFC

যুবভারতীতে ডুরান্ড সেমিফাইনালে (Durand Cup Semi final) খেলতে নেমে প্রথম ৪৭ মিনিটে লাল হলুদ মশালকে নিষ্প্রভ করে দিল...

রাজ্যপালের নাম ভাঙিয়ে প্রতারণা! সতর্ক করল রাজভবন 

রাজ্যপালের নাম ভাঙিয়ে সাইবার প্রতারণার ঘটনা বাড়তে থাকায় তীব্র সতর্কবার্তা জারি করল রাজভবন। অভিযোগ, প্রতারকরা নিজেদের রাজ্যপালের দফতরের...

রানাঘাট সাংগঠনিক জেলার বৈঠকে নিবিড় জনসংযোগে জোর অভিষেকের

রানাঘাট সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বুধবার সেখানে...

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...
Exit mobile version