উত্তর প্রদেশে (Uttar Pradesh) নর্দমা থেকে উদ্ধার হল এক ব্যক্তির পচাগলা মৃতদেহ। এই ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সম্পত্তির লোভে বিয়ে। আর বিয়ের পরে খুন করে সম্পত্তি হাতানোর অভিযোগ উঠলো উত্তর প্রদেশের (Uttar Pradesh) এক মহিলার বিরুদ্ধে। অভিযুক্ত মহিলার নাম সাহিবা বানো। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ইন্দ্রকুমার তিওয়ারি (৪৫) মধ্যপ্রদেশের জবলপুরের বাসিন্দা। দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়াতে দুঃখ করে বলেছিলেন ১৮ বিঘে জমি থাকা সত্ত্বেও অবিবাহিত তিনি। একথার জানার পরেই সাহিবা বানো সম্পত্তির লোভে, ‘খুশি তিওয়ারি’ ছদ্মনামে ইন্দ্রকুমারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। আধার কার্ডের নকল কপি বানিয়ে তিনি ইন্দ্রকুমারকে বিশ্বাস করান যে, তিনি একজন অবিবাহিতা তরুণী। তিনি ইন্দ্রকুমারকে বিয়ে করতে চান। এরপরই তাঁকে উত্তর প্রদেশে ডেকে এনে সাহিবা নকল বিয়ে করেন। বিয়ের কয়েক ঘণ্টার সাহিবা ও তাঁর দুই সঙ্গী মিলে ইন্দ্রকুমারকে খুন করে।
চলতি মাসের ৬ তারিখ উত্তর প্রদেশের এক নর্দমা থেকে ইন্দকুমারের দেহ উদ্ধার হলে পুলিশ তদন্ত শুরু করে। জবলপুরে পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করার পর পুলিশের তদন্তে পুরো ঘটনা সামনে আসে। পুলিশের প্রাথমিক অনুমান, খুনের পিছনে রয়েছে সম্পত্তি দখলের পরিকল্পনা। ভুয়ো স্ত্রী সেজে মৃত ব্যক্তির জমি ও সম্পত্তির মালিকানা দাবি করতেই এই চক্রান্ত। ইতিমধ্যে সাহিবা বানো সহ তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার তদন্তে উঠে এসেছে ভুয়ো পরিচয়ের জন্য তৈরি করা নকল নথিপত্র ও বিয়ের সাজানো ছবি। এর আগেও সাহিবা বানো অনুরূপভাবে প্রতারণা করেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। আরও পড়ুন: মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয় উত্তরাখন্ডে, ভেঙে পড়ল নির্মীয়মান হোটেল! বন্ধ চারধাম যাত্রা
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–