Wednesday, November 5, 2025

ইস্টবেঙ্গলে (Eastbengal) অস্কার ব্রুজোঁর সহযোগী এবার এক বাঙালি। আসন্ন মরসুমের আগে ফের লাল-হলুদ জার্সিতে প্রত্যাবর্তন সন্দীপ নন্দীর। ইস্টবেঙ্গলের নতুন গোলকিপার কোচ হলেন সন্দীপ নন্দী (Sandip Nandy)। দলকে ঘুরে দাঁড় করাতে এবার মরিয়া লাল-হলুদ ম্যানেজমেন্ট। সেখানেই এবার গোলকিপারদের আরও দক্ষ করে তুলতে ইস্টবেঙ্গলের ভরসা সন্দীর নন্দী (Sandip Nandy)।

লাল-হলুদ জার্সিতে গোলের নীচে বহু সাফল্য রয়েছে সন্দীপ নন্দীর। এবার ইস্টবেঙ্গলের (Eastbengal) জার্সিতেই তিনি প্রশিক্ষক হিসাবে মাঠে নামবেন। দলকে সাফল্য এনে দিতে মরিয়া সন্দীপ নন্দীও। তাঁর নাম এখনও পর্যন্ত সরকারীভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু সন্দীপ নন্দীকে (Sandip Nandy) নেওয়াটা কার্যত পাকা করে ফেলেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

ইস্টবেঙ্গলের হয়ে আশীয়ান জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সন্দীপ নন্দী। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের অবস্থা খুব একটা ভালো নয়। সমালোচনায় জেরবার তারা। সেই সময়ই লাল-হলুদে প্রত্যাবর্তন এই আশিয়ান জয়ীর। সন্দীপ নন্দীকে গোলকিপার কোচ হিসাবে দেখে সকলেই বেশ উচ্ছ্বসিত।

বর্ধমানের সন্দীপ নন্দী একসময় স্ট্রাইকার হতে চেয়েছিলেন। কিন্তু কোচ গৌতম সরকারের কথায় হয়েছিলেন গোলকিপার। সেই থেকেই ঘুরে গিয়েছিল জীবনের মোড়। ইস্টবেঙ্গল, মোহনবাগান হয়ে দেশের জার্সিত চূড়ান্ত সফল হয়ছেন। কোচ হিসাবেও কিন্তু কাজ করার অভিজ্ঞতা রয়েছে সন্দীপ নন্দীর। আইএসএলে নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে কাজ করেছেন। এছাড়াও কাজ করেছেন রাজস্থান ইউনাইটেড, মহমেডান সহ ডায়মন্ডহারবার এফসিতে। এবার সেই সন্দীপ নন্দীই ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ।

দেশের জার্সিতে খেলেছিলেন ৫৪টি ম্যাচ। এছাড়াও তাঁর ঝুলিতে রয়েছে আইলিগ, জাতীয় লিগ। কিন্তু আইএসএল এখনও পর্যন্ত জিততে পারেননি। ইস্টবেঙ্গলের জার্সিতে সন্দীপ নন্দীর প্রশিক্ষক হিসাবে সেই স্বপ্নও পূরণ হয় কিনা সেটাই দেখার।

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...
Exit mobile version