Thursday, August 21, 2025

যে ঘটনার নিন্দা দলের তরফ থেকে করার পাশাপাশি প্রশাসন কড়া হাতে ঘটনার তদন্ত চালাচ্ছে। সেই পরিস্থিতিতে আইন কলেজের গণধর্ষণ (gang rape) নিয়ে যে মন্তব্য করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) তা দলের বিরুদ্ধাচরণ বলে জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য পেশের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয় প্রাক্তন মন্ত্রীকে। আগামী তিনদিনের মধ্যে সেই শোকজের (show cause) জবাব তলব করা হয়েছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে।

সাউথ ক্যালকাটা ল কলেজে (South Calcutta Law College) ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তাকে অত্যন্ত ঘৃণ্য ও নিদারুণ দুঃখজনক বলে দাবি করা হয়েছে তৃণমূলের (TMC) শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে। অত্যন্ত সংবেদনশীল এই দুঃখজনক পাশবিক অত্যাচারের ঘটনায় পার্টির সর্বোচ্চ নেতৃত্ব গভীরভাবে দুঃখপ্রকাশ করে। এবং কঠোরভাবে এই ঘটনার নিন্দা করা হয়। সেই সঙ্গে আশ্বস্ত করা হয়, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিচ্ছে ও দুষ্কৃতকারীদের দ্রুততার সঙ্গে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে বলে।

তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির শো-কজের চিঠিতে জানানো হয়েছে, এই ব্যাপারে ২৮ জুন ২০২৫ তারিখে মদন মিত্রের (Madan Mitra) অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য দলের (TMC) ভাবমূর্তি যারপরনাই আঘাত করেছে। একই সঙ্গে মদন মিত্রের মন্তব্য দলের কঠোর অবস্থানের বিরুদ্ধাচারণ করেছে।

দলীয় শৃঙ্খলা ভাঙায় তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সির (Subrata Bakshi) তরফে রবিবার এই শোকজ চিঠি পাঠানো হয় মদন মিত্রকে। তিনদিনের মধ্যে এর জবাব তলব করা হয়েছে দলের তরফে। এরপরই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।

Related articles

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...
Exit mobile version