শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী প্রশাসনের প্রতিটি পদক্ষেপে এক নতুন বাংলাদেশের ইঙ্গিত দিচ্ছিল নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার। সেই মনোভাবেরই প্রকাশ ঘটেছিল ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের সরকারি ঘোষণায়। কিন্তু শেষ মুহূর্তে বিতর্কে জর্জরিত হয়ে সিদ্ধান্ত থেকে সরে এল ইউনুস সরকার।
গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর মাত্র তিন দিন পরে, অর্থাৎ ৮ অগস্ট, অন্তর্বর্তী প্রশাসনের দায়িত্ব গ্রহণ করেন মহম্মদ ইউনুস। সেই স্মৃতিকে স্থায়ী করতে গত ২৫ জুন সরকার এক বিজ্ঞপ্তিতে জানায়, ৮ অগস্ট পালিত হবে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে। পাশাপাশি, আন্দোলন চলাকালীন পুলিশের গুলিতে নিহত ছাত্র আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই ‘শহিদ আবু সাঈদ দিবস’ এবং সরকার পতনের দিন ৫ অগস্ট-কে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
তবে ‘নতুন বাংলাদেশ দিবস’-এর দিন নিয়ে রাজনৈতিক অমত দেখা দেয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র তিন শীর্ষ নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেন অভিযোগ তোলেন— ৮ অগস্ট নয়, বরং ৫ অগস্টই হল নতুন বাংলাদেশের প্রকৃত জন্মদিন। তাঁদের মতে, সেই দিনেই হাসিনা সরকারের পতন হয়, তাই ‘নতুন বাংলাদেশ দিবস’ হওয়া উচিত ৫ অগস্টেই। এই বিতর্ক তীব্র হয়ে উঠতেই ইউনুস সরকার শেষ পর্যন্ত ৮ অগস্টের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেয়। তবে সরকারের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকের মতে, অন্তর্বর্তী প্রশাসনের স্থিতিশীল অবস্থান তৈরির আগে এমন বিতর্ক জনমানসে বিভ্রান্তি তৈরি করতে পারে। এর পাশাপাশি সামনে এসেছে আরও এক অস্বস্তিকর তথ্য। গত বছর হাসিনা সরকারের পতনের পর দেশের পুলিশ বাহিনী কার্যত ভেঙে পড়ে। বহু পুলিশ সদস্য দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন, অনেকে ছুটি নিয়েছেন, আবার অনেকেই ছুটি ছাড়াই নিখোঁজ। এমন ১৩ জন ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে সম্প্রতি সাময়িক বরখাস্ত করেছে বর্তমান সরকার।
এদিকে, সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশে ব্যর্থ হওয়ায়, এনসিপি দাবি করেছে, তারা নিজেরাই সেই ঘোষণাপত্র প্রকাশ করবে। বিশ্লেষকদের মতে, এ এক গভীর রাজনৈতিক বার্তা, যা ভবিষ্যতের বাংলাদেশ রাজনীতির গতিপথকে প্রভাবিত করতে পারে। নতুন বাংলাদেশ গঠনের পথে বারবার নানান মতবিরোধ ও সংঘাত সামনে এলেও ইউনুস সরকার তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে আগামী দিনে রাজনৈতিক ঐক্য ও স্পষ্ট রূপরেখা না থাকলে অন্তর্বর্তী প্রশাসনের সামনে চ্যালেঞ্জ আরও বাড়তে পারে বলেই মত বিশ্লেষকদের।
আরও পড়ুন – পর্যটন থেকে উপার্জন! হোমস্টে-কটেজ তৈরি করে আয় বাড়ানোর উদ্যোগ গ্রাম পঞ্চায়েতের
_
_
_
_
_
_
_
_
_
_