Tuesday, November 4, 2025

কার্তিকের অভিযোগকারিনীর উত্তর দিন: ধর্ষণে ‘সরব’ কেন্দ্রীয় মন্ত্রীকে পাল্টা তৃণমূল

Date:

হঠাৎই বাংলার ধর্ষণের ঘটনাল বিচলিত বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পাল্টা একের পর এক বিজেপি রাজ্যের ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে এনে প্রশ্ন বাংলার শাসকদল তৃণমূলের। যে বাংলায় এসে আইন কলেজে গণধর্ষণের ঘটনায় সরব, সেই বাংলাতেই বিজেপির পৃষ্ঠপোষকতা প্রাপ্ত কার্তিক মহারাজের (Kartik Maharaj) বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে নীরব কেন্দ্রের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)। কার্তিক মহারাজের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তোলা মহিলার সামনা সামনি বসার চ্যালেঞ্জ কেন্দ্রের মন্ত্রীকে জানানো হল তৃণমূলের তরফে।

কসবার আইন কলেজের ঘটনায় রাজনীতির নতুন অঙ্ক কষার চেষ্টায় শনিবার পর্যন্ত দেখা গিয়েছে বিজেপির রাজ্য নেতৃত্বকে। রবিবার সেই আন্দোলনে ঘি ঢালতে এসে পৌঁছলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি আচমকাই জানান, কসবার আইন কলেজের ঘটনায় তিনি প্রভাবিত। সেই সঙ্গে প্রশ্ন তোলেন কবে দোষীরা শাস্তি পাবে তা তিনি বুঝতে পারছেন না। যেখানে মূল অভিযুক্তদের পাশাপাশি মোট চারজনকে গ্রেফতারির প্রক্রিয়া সম্পন্ন করেছে কলকাতা পুলিশ, তদন্তে আস্থা প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। সেখানে পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন সেই কেন্দ্রীয় মন্ত্রী, যারা বাংলা থেকে পাঠানো অপরাজিতা বিল আইনে পরিণত হওয়া আটকে রেখেছেন।

তবে কেন্দ্রের মন্ত্রীর অযথা উদ্বেগকে কটাক্ষ করতে ছাড়েনি বাংলার শাসকদল। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan) আগে উত্তর দিন উন্নাও, হাথরস, প্রয়াগরাজ, বিলকিস মনিপুর, দিল্লি, মধ্যপ্রদেশ, ত্রিপুরা এগুলোয় কেন হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে কেন নারী নির্যাতন। ওড়িশায় দশদিনে পাঁচটি নারী নির্যাতনের কেস। ডবল ইঞ্জিন সরকারের ভর ধর্মেন্দ্র প্রধান সামলান। বাংলা ভালো আছে। তৃণমূলের সরকার নিজেরাই কড়া নিন্দা করে ও কড়া ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করে।

আরও পড়ুন: আইন কলেজ গণধর্ষণ: মিলে যাচ্ছে নির্যাতিতার বয়ান, বাড়ল সিটের সদস্য সংখ্যা

সেখানেই কেন্দ্রের মন্ত্রীকে কুণাল মনে করিয়ে দেন সম্প্রতি বিজেপির জমানায় পদ্মশ্রী পাওয়া কার্তিক মহারাজের (Kartik Maharaj) কুকীর্তির কথা। বাংলাতেই যেভাবে নির্যাতিতা আরেক মহিলা, তাঁর হয়ে সওয়াল করে চ্যালেঞ্জ করেন, যদি মাথা ঘামাতে হয়, যে মহিলা কার্তিক মহারাজের বিরুদ্ধে এত অভিযোগ এনেছেন সাহস থাকলে মিডিয়ার সামনে সেই মহিলার সামনে বসুন। তিনি যা যা বলবেন শুনুন।

Related articles

বিলাসপুরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা-আহতদের দ্রুত আরোগ্য কামনা অভিষেকের

ছত্তিশগড়ের বিলাসপুরে ট্রেন দুর্ঘটনায় (Train Accident) মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়...

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...
Exit mobile version