Monday, August 25, 2025

যে ঘটনার নিন্দা দলের তরফ থেকে করার পাশাপাশি প্রশাসন কড়া হাতে ঘটনার তদন্ত চালাচ্ছে। সেই পরিস্থিতিতে আইন কলেজের গণধর্ষণ (gang rape) নিয়ে যে মন্তব্য করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) তা দলের বিরুদ্ধাচরণ বলে জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে। এই পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য পেশের কারণ দর্শানোর চিঠি দেওয়া হয় প্রাক্তন মন্ত্রীকে। আগামী তিনদিনের মধ্যে সেই শোকজের (show cause) জবাব তলব করা হয়েছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে।

সাউথ ক্যালকাটা ল কলেজে (South Calcutta Law College) ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটেছে তাকে অত্যন্ত ঘৃণ্য ও নিদারুণ দুঃখজনক বলে দাবি করা হয়েছে তৃণমূলের (TMC) শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে। অত্যন্ত সংবেদনশীল এই দুঃখজনক পাশবিক অত্যাচারের ঘটনায় পার্টির সর্বোচ্চ নেতৃত্ব গভীরভাবে দুঃখপ্রকাশ করে। এবং কঠোরভাবে এই ঘটনার নিন্দা করা হয়। সেই সঙ্গে আশ্বস্ত করা হয়, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিচ্ছে ও দুষ্কৃতকারীদের দ্রুততার সঙ্গে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে বলে।

তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির শো-কজের চিঠিতে জানানো হয়েছে, এই ব্যাপারে ২৮ জুন ২০২৫ তারিখে মদন মিত্রের (Madan Mitra) অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য দলের (TMC) ভাবমূর্তি যারপরনাই আঘাত করেছে। একই সঙ্গে মদন মিত্রের মন্তব্য দলের কঠোর অবস্থানের বিরুদ্ধাচারণ করেছে।

দলীয় শৃঙ্খলা ভাঙায় তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সির (Subrata Bakshi) তরফে রবিবার এই শোকজ চিঠি পাঠানো হয় মদন মিত্রকে। তিনদিনের মধ্যে এর জবাব তলব করা হয়েছে দলের তরফে। এরপরই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version