দ্রাবিড়ের রেকর্ড ভাঙার হাতছানি যশস্বীর সামনে

Date:

Share post:

আগামী ২ জুলাই থেকে শুরু হতে চলেছে দ্বিতীয় টেস্ট। সেখানেই যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) সামনে রয়েছে নতুন রেকর্ডের হাতছানি। ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে দ্রুততম ২০০০ রানের মাইলস্টোনের সামনে রয়েছেন যশস্বী (Yashasvi Jaiswal)। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে সেঞ্চুরি পেলেই রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) রেকর্ড ভেঙে দেবেন ভারতীয় দলের এই তরুণ ওপেনার। ভারতীয় হিসাবে এই মুহূর্তে ৪০ টি ইনিংসে দ্রুততম ২০০০ টেস্ট রান করার রেকর্ড রয়েছে একমাত্র রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সেওয়াগের (Virender Sehwag)।

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল প্রথম টেস্টে হেরে গেলেও, সেখানে ব্যাট হাতে নিজের সেরা পারফরম্যান্সই দেখিয়েছিলেন এই তরুন তারকা ক্রিকেটার। লিডসে প্রথম ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। যদিও দ্বিতীয় ইনিংসে সেই পারফরম্যান্স ধরে রাখতে পারেননি। দ্বিতীয় টেস্টে নামার আগে অবশ্য সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন এই তারকা ক্রিকেটার। এবার যশস্বীর (Yashasvi Jaiswal) সামনে কার্যত ইতিহাস তৈরির হাতছানি।

এই মুহূর্তে টেস্টের মঞ্চে যশস্বী জয়সওয়ালের ঝুলিতে রয়েছে ৩৮ ইনিংসে ১৯০৩ রান। হাতে এখনও দুটো ইনিংস সময় রয়েছে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে সেঞ্চুরি করতে পারলেই রাহুল রাহুল দ্রাবিড় এবং বীরেন্দ্র সেওয়াগের রেকর্ড ভেঙে দেবেন তিনি। ২০২৩ সালে ভারতীয় দলের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল এই তরুণ ক্রিকেটারের। প্রথম থেকেই টেস্টে বেশ ভালো পারফরম্যান্স প্রদর্শন করেছেন যশস্বী জয়সওয়াল।

ইংল্যন্ডের বিরুদ্ধেও শুরুটা খুব একটা খারাপ ভাবে করেননি তিনি। ক্রমশই যশস্বীকে নিয়ে প্রত্যাশা বাড়তে শুরু করেছে সকলের। শেষপর্যন্ত তিনি রাহুল দ্রাবিড়ের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস তৈরি করতে পারেন কিনা সেটাই দেখার।

spot_img

Related articles

বিশ্বসেরা ২ বঙ্গ তনয়া: টেবিল টেনিস ডাবলস ব়্যাঙ্কিংয়ে শীর্ষে সিন্ড্রেলা-দিব্যাংশী, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বাংলার মুকুটে বিশ্বসেরায় নয়া পালক। বিশ্ব টেবিল টেনিসের (TT) অনূর্ধ্ব-১৯ মহিলাদের ডাবলস ব়্যাঙ্কিংয়ে (World Ranking) শীর্ষস্থানে দুই বঙ্গ...

ডেম্পোকে হালকাভাবে নিতে নারাজ, গোয়ায় এসে কেন আবেগপ্রবণ অস্কার?

আইএফএ শিল্ড অতীত। এবার লড়াই সুপার কাপে। শনিবার সুপার কাপে(Super Cup) প্রথম ম্যাচে মাঠে নামছে ইস্টবেঙ্গল। বিকেল ৪.৩০...

অস্ট্রেলিয়ার ক্যাবে যশস্বীদের ভ্রমণ, অ্যাডিলেডে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন রোহিত!

অস্ট্রেলিয়া সফরে প্রথম দুই ম্যাচেই হারতে হয়েছে ভারতীয় দলকে। কিন্তু মাঠের হাসি খুশি মেজাজেই রয়েছেন ভারতীয় ক্রিকেটাররা(Indian Cricketer)।...

সর্দারজির পর পুলিশ-বাইকার! বিজ্ঞাপণের চরিত্রে সুপারহিট সৌরভ

আবার দাদাগিরি মহারাজের। নিত্য নতুন লুকে চমক দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। কয়েকদিন আগে সর্দারজির লুকে দেখা গিয়েছিল...