Thursday, January 29, 2026

বুধেই ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির নাম! উঠে আসছে একটি নাম

Date:

Share post:

এক বছরের বেশি সময় ধরে নিয়ম ভেঙেই রাজ্য সভাপতির পদে সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। এক বছর ধরে বঙ্গ বিজেপির দায়িত্ব কার হাতে তুলে দিলে ফের একবার চাঙ্গা করা সম্ভব হবে কর্মীদের, তা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যেই দ্বন্দ্ব অব্যাহত। বঙ্গ বিজেপির তিন লবি থেকে তিন নাম নিয়ে দ্বন্দ্বের অবসান হতে পারে বুধবারই। সোমবারই রাজ্য সভাপতি (BJP state president) পদে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হল বিজেপির সদর দফতরে। সেই অনুযায়ী বুধবার বা বৃহস্পতিবার সামনে আসতে পারেন বঙ্গ বিজেপির নতুন সারথির নাম। তবে প্রাথমিক সূত্রে, জানা যাচ্ছে আরএসএস (RSS) লবি থেকে প্রস্তাবিত নামই গ্রহণ করা হবে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে।

রাজ্য সভাপতি নির্বাচনের জন্য বিজেপির বিধি মেনে মঙ্গলবার নির্বাচনের বিজ্ঞপ্তি (notification) জারি করা হয়। বিভিন্ন জেলার কোন নির্বাচন ক্ষেত্রে সেই নির্বাচন করবেন দলের কর্মীরা সেই তালিকাও প্রকাশ করা হয়। বুধবার মনোনয়ন জমা (nomination) দেওয়ার দিন। সেদিনই মনোনয়ন পত্র পরীক্ষা ও বাতিলের কাজ হবে। সেই সঙ্গে মনোনয়ন প্রত্যাহারও হবে বুধবার। সেক্ষেত্রে যদি একটিই মনোনয়ন (nomination) জমা পড়ে তবে বুধবারই সেই প্রার্থী নিয়ম অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য সভাপতি (state president) পদে নির্বাচিত হবেন।

তবে একাধিক মনোনয়ন জমা পড়লে বৃহস্পতিবার নির্বাচন হবে। বৃহস্পতিবারই ভোট গণনা হয়ে ঘোষণা হবে রাজ্য সভাপতির নাম। সেক্ষেত্রে ফের একবার মুখ পুড়বে বঙ্গ বিজেপির। কারণ অন্যান্য রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ভোটাভুটির প্রয়োজন হয় না। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনে রাজ্য সভাপতি পদপ্রার্থী (candidate) মনোনয়ন জমা দিলেই প্রথামাফিক নির্বাচন হলেও নির্বাচিত হন সেই সদস্যই। ফলে মনোনয়ন জমা হলেই ঘোষণা হয়ে যায় সভাপতির নাম।

বাংলার ক্ষেত্রে নির্বাচন হলে মুখ পুড়বে ফের বঙ্গ বিজেপি নেতাদের। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির দুই নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary) ও সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) দুই লবি কেন্দ্রীয় নেতৃত্বের দ্বারস্থ হয়েছেন নিজেদের প্রার্থী নিয়ে। শুভেন্দু বা সুকান্তকে রাজ্য সভাপতি করা হবে না বুঝেই তাঁরা নিজেদের বিশ্বস্ত অনুগামীদের এই পদের জন্য সুপারিশ করেন। দিল্লিতে দরবারও করেন। তবে এই দুই নেতার পাশাপাশি আরএসএস-এর তরফেও নিজেদের প্রার্থীর নাম সুপারিশ করা হয়। আরএসএস (RSS) শমিক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) নাম সুপারিশ করে সঙ্ঘ ঘনিষ্ঠ হিসাবে। দুই বঙ্গ নেতার বিরোধ থামাতে ও রাজ্যে বিজেপির প্রভাব সঠিকভাবে প্রয়োগ করতে আরএসএস প্রার্থী শমিককেই পরবর্তী রাজ্য সভাপতি হিসাবে চায় কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটাই বিজেপির অন্দর মহলের খবর।

আরও পড়ুন: কলেজ থেকে বহিষ্কৃত মনোজিৎ ও দুই পড়ুয়া, দ্রুত পঠন-পাঠন শুরুর আশ্বাস

কেন্দ্রীয় নেতৃত্ব শমিক ভট্টাচার্যকে (Shanik Bhattacharya) নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পরই নির্বাচনের বিজ্ঞপ্তি (notification) জারি নিয়ে সিদ্ধান্ত হয়, এমনটাই বিজেপির সূত্রে খবর। সেক্ষেত্রে বঙ্গের অন্য কোনও লবির তরফে প্রার্থীর (candidate) নাম ঘোষণা না হওয়ারই সম্ভাবনা। তেমনটা হলে বুধবার একা শমিক ভট্টাচার্যের মনোনয়ন জমা পড়লে তাঁর নাম রাজ্য সভাপতি হিসাবে বুধেই ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

spot_img

Related articles

আজকের রাশিফল

মেষ: দুশ্চিন্তার মেঘ কাটছে, গুরুজনের স্বাস্থ্যের উন্নতিতে মনে শান্তি ফিরবে। জীবনসঙ্গীর সঙ্গে রসায়ন জমজমাট। দীর্ঘদিনের লালিত স্বপ্ন সত্যি...

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...