Wednesday, August 27, 2025

প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রথিতযশা ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষ্যে Doctor’s Day পালিত হয় প্রতিবছর। বিভিন্ন সংগঠন এই দিন উপলক্ষ্যে নানা অনুষ্ঠান, স্বাস্থ্যশিবির, রক্তদান শিবিরের আয়োজন করে। তবে চিকিৎসকদের সংগঠনের ক্ষেত্রে এই দিন ঘিরে একটা বাড়তি উন্মাদনা থাকে। মঙ্গলবার সেই উৎসাহ নিয়েই বাংলা জুড়ে ডক্টর’স ডে পালন করল প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন (PHA) এবং জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন (JDA)। কোথাও রক্তদান শিবির, কোথাও স্বাস্থ্যশিবির, আবার কোথাও প্রাক্তনীদের সংবর্ধনা জানানো হল।

সাগর দত্ত মেডিক্যাল কলেজ, কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রক্তদান শিবিরের আয়োজন করেছিল পিএইচএ, জেডিএ ও সরকারি কর্মচারী ফেডারেশন। ছিলেন মন্ত্রী ডাঃ শশী পাঁজা, ডাঃ মানস ভুঁইয়া, বিধায়ক নির্মল মাজি, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, যুবনেতা মৃত্যুঞ্জয় পাল-সহ সংগঠনের সদস্যরা। এই শিবিরে রক্তদানও করেন কুণাল।

এদিন রামপুরহাট মেডিক্যাল কলেজ, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ, কোচবিহার মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ এবং বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পিএইচএ ও জেডিএ-র উদ্যোগে একাধিক কর্মসূচি পালন করা হয়। সিনিয়র চিকিৎসকদের সংবর্ধনা দেওয়া হয়। জুনিয়র ডাক্তারদের সঙ্গে নিয়ে আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্টের।

এছাড়াও মালদহ, দুই দিনাজপুরেও রক্তদান শিবির-সহ একাধিক কর্মসূচি পালন হয়। মৃত্যুঞ্জয় পাল জানান, সমাজের কল্যাণের জন্যই ডাক্তাররা দিনরাত ভুলে নিজেদের কাজ করেন। কিন্তু এই একটি দিন তাঁদের কাছে বিশেষ দিন হিসেবে আসে। তাই আমরা চেষ্টা করেছি, আমাদের সংগঠনের মাধ্যমে গোটা রাজ্য জুড়ে রক্তদান শিবির, স্বাস্থ্যশিবিরের মতো জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দিনটিকে পালন করার।

আরও পড়ুন – ৩০,০০০ কোটি টাকার দুর্নীতি! মন্ত্রীর বিরুদ্ধেই তদন্তের নির্দেশ মধ্যপ্রদেশে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version