এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি: কমিশনের রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

এসএসসি-র চাকরিহারাদের জন্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন (SSC)। সুপ্রিম কোর্টের নির্দেশে নভেম্বরের মধ্যে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। সেই মতো ৩১ মের মধ্যেই নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। তবে একশ্রেণির মামলাবাজরা সেই নিয়োগেও বিভ্রান্তি ছড়াতে ফের কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ। নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দায়ের হওয়া একাধিক মামলার শুনানি হয় মঙ্গলবার। সেখানে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ রাজ্যের রিপোর্ট তলব করে। তবে নিয়োগের যে বিজ্ঞপ্তি হয়েছে তাতে কোনও স্থগিতাদেশ দেয়নি আদালত।

এমনিতেই এসএসসি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। ফলে এই সংক্রান্ত মামলা হাইকোর্টে শুনানি হওয়া নিয়েও প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এসএসসি (SSC) পরীক্ষার যাবতীয় নিয়ম মেনে প্রকাশিত হয় বিজ্ঞপ্তি (notification)। যার সর্বশেষে ১৫ নভেম্বরের মধ্যে গোটা প্যানেল প্রকাশিত হওয়ার গোটা ক্রমান্বয়িক সময়সূচিও প্রকাশ করা হয়। ২০১৬ এসএসসি চাকরি প্রাপকদের জন্য সুপ্রিম নির্দেশ মতোই বয়সের ছাড়ও বজায় রাখা হয়েছে। সেই সঙ্গে আইনি জটিলতায় থাকা ওবিসি-দের (OBC) ক্ষেত্রেও নতুন কোনও নিয়ম ব্যবহার করা হয়নি।

আরও পড়ুন: হাজিরা এড়িয়ে হাইকোর্টে কার্তিক মহারাজ, FIR বাতিলের আবেদন

এরপরেই এক শ্রেণির চাকরিহারা হাইকোর্টে মামলা দায়ের করে। তাঁদের প্রশ্ন নিয়োগের বিজ্ঞপ্তিতে (notification) সুপ্রিম কোর্টের নির্দিষ্ট করে দেওয়া যোগ্য (untainted) ও অযোগ্যদের (tainted) আলাদাভাবে উল্লেখ নেই। অযোগ্য (tainted) চিহ্নিতরা পরীক্ষা দিতে পারবেন না, এমন উল্লেখ রাজ্যের বিজ্ঞপ্তিতে না থাকা নিয়ে হাইকোর্টে মামলা করে ফের একবার এসএসসি নিয়োগে জটিলতা তৈরির চেষ্টা এক শ্রেণির রাজনীতিকদের। মামলাকারীদের আইনজীবী হিসাবে সেই সিপিআইএম নেতাদের দেখা গিয়েছে। মামলার কমিশনের জবাব তলব করে আদালত। সোমবার মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা।

spot_img

Related articles

ব্যাটারদের উজ্বল পারফরম্যান্সের দিনে হতশ্রী বোলাররা, অজিদের কাছে হার ভারতের

মহিলাদের একদিনের বিশ্বকাপে (ICC Women World Cup) অস্ট্রেলিয়ার(Australia) কাছে হার ভারতের(India)। দক্ষিণ আফ্রিকার পর এবার অজিদের বিরুদ্ধেও হারতে...

রেকর্ড তৃণমূলের! একদিনে ১০০ বিজয়া সমিলনী!

একদিকে উত্তরের বন্যা ও দুর্যোগবিধ্বস্ত এলাকায় ত্রাণ বিলি। অন্যদিকে, রাজ্যজুড়ে ব্লকে-ব্লকে বিজয়া সম্মিলনী কর্মসূচি পালন। ৫ অক্টোবর থেকে...

রবিবার সন্ধ্যায় ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা

রবিবার ছুটির সন্ধ্যায় ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) স্টেশনের কাছে একটি রেকে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।...

উত্তরে দুর্যোগ, প্রশাসনের কাজের প্রশংসায় মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গের বিপর্যয়ে সুপারহিরোর ভূমিকা নিয়েছে প্রশাসন। পুলিশ থেকে শুরু করে প্রশাসনের কর্তাব্যক্তিরা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকার্যে। মুখ্যমন্ত্রীর পরদিনই ছুটে...