ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। তবুও যেন যশস্বীকে নিয়ে খুশি নন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। আর তার কারণটা হল ফিল্ডিং। গত ম্যাচে দুরন্ত ব্যাটিং পারফরম্যান্স দেখালেও, তাঁর গোটা ম্যাচের পারফরম্যান্স নিয়ে নাকি একেবারেই খুশি নন গৌতম গম্ভীর। বিশেষ করে যশস্বীর (Yashasvi Jaiswal) ফিল্ডিংয়ে সমস্যার জন্য। সেই কারণেই বদল হতে পারে এই তরুণ ক্রিকেটারের ফিল্ডিংয়ের পজিশনও।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে পাঁচটি সেঞ্চুরির মধ্যে একটি ছিল যশশ্বী জয়সওয়ালেরও (Yashasvi Jaiswal)। তবুও সেই ম্যাচ হেরেছিল ভারতীয় দল। তার পিছনে অন্যতম প্রধান কারণ যে যশস্বী জয়সওয়ালের চারটি ক্যাচ ফস্কানো তা বলার অপেক্ষা রাখে না। ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি ক্যাচ মিস করেছিলেন তিনি। তারই খেসারত দিতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। সেই ম্যাচ হেরে গিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে নামার আগে সেদিকেই সবচেয়ে বেশি নজর ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের।

তিনি নাকি যশস্বীর এই ফিল্ডিং পারফরম্যান্স নিয়ে একেবারেই খুশি নন। এমনকি তিনি নাকি প্রস্তুতির মাঝেই যশস্বীর সঙ্গে আলাদা করে আলোচনাও করেছে এই বিষয় নিয়ে। কারণ গত ম্যাচের ভুল যাতে এজবাস্টনেও না হয় সেদিকেই নজর রয়েছে তাঁর।

শোনা যাচ্ছে সেই কারণেই নাকি এবার ফিল্ডিং পজিশনেও বদল আসতে চলেছে যশস্বী জয়সওয়ালের। প্রথম ম্যাচে তিনি স্লিপে ফিল্ডিং করেছিলেন। কিন্তু তাঁর হাত দিয়েই চারটি ক্যাচ ফস্কে গিয়েছিল। শোনা যাচ্ছে এই ম্যাচে নাকি দুজন স্পিনার খেলানো হতে পারে। সেই কারণে যশস্বীকে স্লিপে রাখার খুব একটা ঝুঁকি নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট।


ফিল্ডিংয়ের দিকেই এখন ভারতীয় টিম ম্যানেজমেন্টের প্রধান নজর রয়েছে। গৌতম গম্ভীর নাকি ফিল্ডিংয়ের দিকে ভুল শোধরানোর নির্দেশও দিয়েছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।


–
–

–
–
–

–

–

–

–

–