১ জুলাই জাতীয় চিকিৎসক দিবস। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন ১ জুলাই৷ তাঁকে শ্রদ্ধা জানাতেই এদিন সারাদেশে পালিত জাতীয় চিকিৎসক দিবস৷ জাতীয় চিকিৎসক দিবসে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূল কংগ্রেসের (TMC সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
মঙ্গলবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।সকল চিকিৎসক ও চিকিৎসা পরিষেবায় যুক্ত সকল ভাইবোনদের জানাই জাতীয় চিকিৎসক দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।”
সোশ্যাল মিডিয়ায় অভিষেক জানিয়েছেন,”পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি। জাতীয় চিকিৎসক দিবসের শুভেচ্ছা। সকলের স্বাস্থ্যের মঙ্গলার্থে নিঃস্বার্থ উৎসর্গ, সহানুভূতি এবং নিরলস প্রচেষ্টাকে জানাই কুর্নিশ।”
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–
–